রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
13.7 C
Toronto

Latest Posts

কানাডায় কুকুরের মিশ্র প্রজাতি সবচেয়ে বেশি

- Advertisement -
কানাডার কুকুরের সবচেয়ে বেশি প্রজাতি মিশ্র বলে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে

কানাডার কুকুরের সবচেয়ে বেশি প্রজাতি মিশ্র বলে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে পেট মালিকদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট পশমের ফেলাইন।

পেট কেয়ার বিষয়ক অনলাইন মার্কেটপ্লেস রোভারডটকম চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় কুকুর ও বিড়ালের জাত নিয়ে প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করেছে।এতে টরন্টোর সবচেয়ে পছন্দের ব্রিডের পাশাপাশি ট্রেন্ডি ও বিরল প্রজাতির কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর টরন্টোতে সবচেয়ে জনপ্রিয় প্রজাতি হিসেবে নির্বাচিত হয়েছে কুকুরের মিশ্র প্রজাতি। কানাডাজুড়েও এটাই সবচেয়ে জনপ্রিয়। জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে গোল্ডেনডুডল এবং গোল্ডেন রিট্রিভার।

প্ল্যাটফরমটি বলেছে, কোন প্রজাতিটি বাড়ছে সেটা নির্ধারণে টরন্টোভিত্তিক হাজারো ব্যবহারকারীর কাছ থেকে প্রাপ্ত তথ্য তারা ব্যবহার করেছে। ওয়েস্ট হাইল্যান্ড হোয়াইট টেরিয়ার অথবা ওয়েস্টি ২০২৩ সালে সবচেয়ে বেশি ট্রেন্ডির্ং কুকুর নির্বাচিত হয়েছে।

নগরীতে বিরলতম প্রজাতি হিসেবে নির্বাচিত হয়েছে কোকড়ানো পশমের স্প্যানিশ ওয়াটার ডগ। সবচেয়ে ক্ষুদ্র ব্রিডের স্বীকৃতি পেয়েছে প্রাজস্কি ক্রাইসারিক।

প্রতিবেদন অনুযায়ী, টরন্টোর সবচেয়ে শীর্ষ দশ কুকুরের প্রজাতির প্রথমেই রয়েছে মিশ্র। এরপরে রয়েছে যথাক্রমে গোল্ডেনডুডল, গোল্ডেন রিট্রিভার, লাব্রাডোর রিট্রিভার, কোকাপু, ফ্রেঞ্চ বুলডগ, চিহুয়াহুয়া, শিন জু, জার্মান শেফার্ড এবং পোমারেনিয়ান।

২০২৩ সালের জন্য শীর্ষ দশ ট্রেন্ডিং কুকুরের প্রজাতির মধ্যে প্রথমেই রয়েছে ওয়েস্ট হাইল্যান্ড হোয়াইট টেরিয়ার। দ্বিতীয় স্থানে রয়েছে শেটল্যান্ড শিপডগ। পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে হুইপেট, আমেরিকান এস্কিমো, পোমারেনিয়ান, আলাস্কান হাস্কি, হাভানেস, মিনিয়েচার পিনশার, পুডল এবং শিবা ইনু।

টরন্টোতে সবচেয়ে কম পাওয়া যায় কুকুরের যেসব প্রজাতি তার মধ্যে শীর্ষে রয়েছে স্প্যানিশ ওয়াটার ডগ। এর পরেই রয়েছে প্রাজস্কি ক্রিসারিকের নাম। সবচেয়ে বিরল দশ কুকুরের প্রজাতির মধ্যে পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ইন্ডিয়ান স্পিটজ, জার্মান ওয়্যারহেয়ার্ড পয়েন্টার, ককেশিয়ান শেফার্ড ডগ, কানারি মাসটিফ, বেলজিয়ান শেফার্ড, আমেরিকান মাসটিফ, ওয়্যারহেয়ার্ড ভিজস্লা এবং প্লট হাউন্ড।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.