রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
15.4 C
Toronto

Latest Posts

অন্টারিওর তহবিল স্থগিত করার হুমকি ট্রুডো সরকারের

- Advertisement -
প্রাদেশিক আবাসনমন্ত্রী পল ক্যালান্ড্রাকে লেখা চিঠিতে ফ্রেজার বলেছেন, এর অর্থ হচ্ছে চুক্তির শেষ তিন বছরে লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ অর্জন করতে হবে, যা বাস্তবানুগ নয়। অন্য সব প্রদেশ ও অঞ্চলের তুলনায় অন্টারিও অনেক বেশি পেছনে পড়ে আছে

সাশ্রয়ী আবাসন বাবদ অন্টারিওর জন্য বরাদ্দ তহবিল স্থগিত করার হুমকি দিয়েছে জাস্টিন ট্রুডো সরকার। সরকারের দাবি, সাশ্রয়ী আবাসনের ব্যাপারে প্রদেশ কার্যত কোনো উন্নতিই করতে পারেনি।

২১ মার্চ পাঠানো এক চিঠিতে ফেডারেল আবাসনমন্ত্রী শন ফ্রেজার বলেন, ২০১৮ সালে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদী দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে অন্টারিও ১৯ হাজার ৬৬০টি সাশ্রয়ী বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল।

- Advertisement -

বর্তমানে যে অবস্থা তাতে করে ২০২৪-২০২৫ সালের শেষ নাগাদ অন্টারিও ১ হাজার ১৮৪টি নতুন বাড়ি সরবরাহ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। প্রাদেশিক আবাসনমন্ত্রী পল ক্যালান্ড্রাকে লেখা চিঠিতে ফ্রেজার বলেছেন, এর অর্থ হচ্ছে চুক্তির শেষ তিন বছরে লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ অর্জন করতে হবে, যা বাস্তবানুগ নয়। অন্য সব প্রদেশ ও অঞ্চলের তুলনায় অন্টারিও অনেক বেশি পেছনে পড়ে আছে। অগ্রগতির এই ঘাটতি অন্টারিও এবং কানাডার জাতীয় আবাসন লক্ষ্যমাত্রা অর্জনকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।

ফ্রেজার বলেন, কীভাবে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে সে ব্যাপারে অন্টারিও সংশোধিত পরিকল্পনা না দেওয়া পর্যন্ত তারা ফেডারেল সরকারের কাছ থেকে প্রতিশ্রুত ৩৫ কোটি ৭০ লাখ ডলারের তহবিল পাবে না। বর্তমান যে সময়সীমা তাতে এমনিতেই এক বছর বর্ধিত সময় আছে। আর বর্ধিত করা সম্ভব নয়।
এদিকে ফেডারেল সরকারের তহবিল স্থগিতের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ক্যালান্ড্রা। ফেডারেল আবাসনমন্ত্রীর পাঠানো চিঠির জবাবে তিনি বলেন, সত্যিকারের ও সম অংশীদার হিসেবে ফেডারেল সরকারের কাছ থেকে সম্মানজনক আচরণ প্রত্যাশা করে অন্টারিও।

তিনি বলেন, যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি। এমনকি প্রদেশের বাড়ি সংস্কার ও মেরামত কাজকেও বিবেচনা করা হয়নি। দেশের সবচেয়ে পুরোনা বাড়ির মজুদ অন্টারিওতে এবং এসব বাড়ি গণনার মধ্যে নিলে প্রদেশ তাদের লক্ষ্যমাত্রার প্রায় ৬০ শতাংশ অর্জন করেছে। তারা যদি মেরামতে বিনিয়োগ না করতেন তাহলে তা হতো বড় ধরনের অবহেলা।

এদিকে ২০২৩ সালে যথেষ্ট সংখ্যক বাড়ি নির্মাণকাজ শুরু না করায় প্রায় ৩ কোটি ডলার হারিয়েছে সিটি অব মিসিসোগা। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, নির্মাণ শুরু চেয়ে অনেক বেশি পারমিট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কিন্তু মিসিসোগার জন্য বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে এই উপাত্ত হিসাবে নিতে রাজি হয়নি প্রদেশ।

ক্যালান্ড্রা বলেন, আমরা চাই লোকজন বাড়িতে উঠুক। পারমিট মানে এই নয় যে, তারা বাড়িতে উঠছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.