সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
9.6 C
Toronto

Latest Posts

কার্বন প্রাইসের সমালোচনাকারী প্রিমিয়াররা উন্নত ধারণা দিতে পারেননি: ট্রুডো

- Advertisement -
আসন্ন ফেডারেল কার্বন প্রাইস বৃদ্ধি বাতিলের আহ্বান জানাচ্ছেন যেসব প্রিমিয়ার তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আসন্ন ফেডারেল কার্বন প্রাইস বৃদ্ধি বাতিলের আহ্বান জানাচ্ছেন যেসব প্রিমিয়ার তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এর চেয়ে ভালো ধারণা তারা উপস্থাপন করতে পারেননি।
২৬ মার্চ সাত প্রাদেশিক নেতার প্রশ্নের উত্তরে ট্রুডো বলেন, সর্বশেষ ২০২২ সালে যখন তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন তখন তাদের সরকার বিকল্প সমাধান দিতে পারেননি। এমনকি কার্বন নিঃসরণ কমানোর ফেডারেল আদর্শমান পূরণ করতে পারেনি।
চিঠিতে বলা হয়েছে, আমরা এটা পরিস্কার করেছি যে, নিজস্ব প্রাইসিং ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এমন সব প্রদেশ ও অঞ্চলের সঙ্গেই আমরা কাজ করার জন্য প্রস্তুত।

আলবার্টা, সাস্কেচুয়ান, অন্টারিও, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নোভা স্কশিয়া এবং নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের প্রিমিয়াররা ১ এপ্রিল কার্বন প্রাইস বৃদ্ধির পরিকল্পনা বাতিলে ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছেন। কার্বন প্রাইস বিদ্যমান টনপ্রতি ৬৫ থেকে ৮০ ডলার অর্থাৎ টনপ্রতি ১৫ ডলার বাড়ানোর কথা রয়েছে। এর ফলে লিটারপ্রতি গ্যাসোলিনের জন্য ব্যয় বাড়বে তিন সেন্টের মতো।

- Advertisement -

কার্বন প্রাইস না বাড়ানোর কারণ হিসেবে নেতারা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কথা উল্লেখ করেছেন। অধিকাংশ নেতা বিষয়টি নিয়ে হাউস অব কমন্সে শুনানিরও অনুরোধ জানিয়েছেন। সাস্কেুয়ানের প্রিমিয়ার স্কট মোর বিষয়টি নিয়ে ২৭ মার্চ ভিডিও কনফারেন্সে আসার কথা ছিল।

ট্রুডো তার চিঠিতে লিখেছেন, কানাডার কার্বন প্রাইসিং ব্যবস্থা মূল্যস্ফীতির জন্য প্রধানভাবে দায়ী এই ভুল ধারণা দূর করাটা গুরুত্বপূর্ণ। কারণ, মূল্যস্ফীতির পেছনে অনেকগুলো কারণ আছে। ব্যাংক অব কানাডার তথ্য অনুযায়ী, বার্ষিক মূল্যস্ফীতির জন্য কার্বন প্রাইস মাত্র দশমিক ১ শতাংশ দায়ী।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.