সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
9.6 C
Toronto

Latest Posts

বৈশ্বিক কর্মীবাহিনীর ১৭% ছাঁটাই করছে কানাডা গুজ

- Advertisement -

বৈশ্বিক কর্পোরেট কর্মীবাহিনীর ১৭ শতাংশ ছাঁটাইয়ের কথা জানিয়েছে কানাডা গুজ হোল্ডিংস ইনকর্পোরেশন। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানি রেইস এক লিঙ্কডইন নোটে বলেছেন, এই ছাঁটাই কোম্পানিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং এটা টরন্টোভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানটিকে দক্ষতা ও গুরুত্বপূর্ণ ব্র্যান্ড, ডিজাইন এবং পরিচালন উদ্যোগের দিকে দৃষ্টি দিতে সহায়তা করবে।

- Advertisement -

রেইস লিখেছেন, খবরটি জানানো আমার জনর‌্য দুঃখজনক। কারণ, এমন অনেককে আজ কোম্পানি ছেড়ে যেতে হচ্ছে, যারা কানাডা গুজকে আজকের জায়গায় নিয়ে আসতে যারা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যেকের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। এ ধরনের সিদ্ধান্ত সবসময়ই হৃদয়বিদারক। তবে একই সঙ্গে আমাদের ব্যবসার পরবর্তী পর্যায়ের জন্য এটা যে জরুরি সে ব্যাপারেও আমি আত্মবিশ^াসী।

ছাঁটাইয়ের ব্যাপ্তি ও ধরনের বিষয়ে জানতে চাইলে কানাডা গুজ সংখ্যা প্রকাশ করতে চায়নি। আর্থিক বাজার প্রতিষ্ঠান রেফিনিটিভের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে কানাডা গুজের কর্মী ছিল ৪ হাজার ৭৬০ জন।
কঠিন একটি শীত মোকাবিলা করার পর কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কানাডা গুজ। প্রথমে অতিরিক্ত উষ্ণ তাপমাত্রা স্বাভাবিক পার্ক ক্রয় মৌসুম শুরু হতে বিঘœ সৃষ্টি করে।

কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা জোনাথন সিক্লেয়ার ১ নভেম্বর বলেছিলেন, ভোক্তাদের এটা মনে করিয়ে দিচ্ছি যে, গরম জামা-কাপড় কেনার এখন সময়। আপনারা যত বেশি বিলম্ব করবেন বিক্রয় মৌসুম শুরু হতে তত দেরি হবে। এটা আমরা এ বছর প্রত্যক্ষ করেছি বলে আমি মনে করি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.