রবিবার, মে ৫, ২০২৪
12.6 C
Toronto

Latest Posts

রোল আপ দ্য রিম নিয়ে ক্লাস-অ্যাকশন মামলার ভিত্তি নেই: টিম হর্টন্স

- Advertisement -

তুমুল জনপ্রিয় রোল আপ দ্য রিম প্রমোশনে ভুলক্রমে এক অংশগ্রহণকারীর কাছে ইমেইল পাঠানো নিয়ে প্রস্তাবিত ক্লাস-অ্যাকশন মামলার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছে টিম হর্টন্স। এলপিসি অ্যাভোক্যাট ইনকর্পোরেশন প্রস্তাবিত ক্লাস-অ্যাকশন মামলাটি করেছে।

- Advertisement -

মামলায় তারা দাবি করেছে, ১৭ এপ্রিল প্রায় ৫ লাখ গ্রাহক একটি ইমেইল পেয়েছেন। তাতে বলা হয়েছে, রোল আপ দ্য রিমের মাধ্যমে তারা একটি বোট জিতেছে। বোটটির দাম ৬৪ হাজার ডলার বলে আইনি প্রতিষ্ঠানটি জানিয়েছে।

প্রস্তাবিত মামলায় দাবি করা হয়েছে, মামলার বাদীদের বোটটির পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে।
টিম হর্টন্স বলেছে, মনুষ্য ভুলে ইমেইলটি চলে গেছে এবং ভুলের বিষয়টি জানতে পেরে কোম্পানি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট গ্রাহকদের তা অবগত করে এবং ক্ষমা চেয়ে নেয়।

তাদের বিশ্বাস প্রস্তাবিত মামলার কোনো যৌক্তিক কারণ নেই এবং আদালতের মাধ্যমে তারা এর মোকাবিলা করবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.