শুক্রবার, মে ১৭, ২০২৪
13.9 C
Toronto

Latest Posts

ইহুদিবিদ্বেষী পরিবেশ তৈরির অভিযোগে টিএমইউর বিরুদ্ধে মামলা

- Advertisement -
বিষাক্ত, ইহুদিবিদ্বেষী শিক্ষা ও কর্মপরিবেশ তৈরির অভিযোগ এনে টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটির (টিএমইউ) বিরুদ্ধে মামলা করছেন একজন ইহুদি শিক্ষার্থী

বিষাক্ত, ইহুদিবিদ্বেষী শিক্ষা ও কর্মপরিবেশ তৈরির অভিযোগ এনে টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটির (টিএমইউ) বিরুদ্ধে মামলা করছেন একজন ইহুদি শিক্ষার্থী। ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার পর থেকেই বিশ^বিদ্যালয়ে এই পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন তিনি।

২৩ এপ্রিল অন্টারিও সুপিরিয়র কোর্টে দাখিল করা ওই বিবৃতিতে যে শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন নিকোল সায়েরাস। বিশ^বিদ্যালয়ের কাছে তিনি ১৩ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।

- Advertisement -

মামলায় দাবি করা হয়েছে, তার এবং অন্যান্য ইহুদি শিক্ষার্থী, কর্মী ও ফ্যাকাল্টির বিরুদ্ধে চলমান ইহুদিবিদ্বেষী আচরণের ক্ষেত্রে নিজের নীতি লঙ্ঘনের মাধ্যমে বিম্ববিদ্যালয় তার দায়িত্বের বরখেলাপ করেছে। এটা বিশ^বিদ্যালয়ে শিক্ষা ও কাচের পরিবেশ বিষাক্ত করে তুলেছে।
মামলায় বলা হয়েছে, সায়রাস নিয়মিত বিভিন্ন সমাবেশ ও বিক্ষোভ থেকে নিয়মিত ইহুদিবিদ্বেষী সহিংতায় উস্কানিমূলক শ্লোগানের মুখে পড়তে হয়েছে। কিন্তু টিএমইউর নিরাপত্তা বিভাগ তাকে ভয় দেখানো থেকে অন্য শিক্ষার্থীদের নিবৃত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি।

২০২৪ সালে অন্যায়ভাবে ছাঁটাই হওয়ার আগ পর্যন্ত সায়রাস টিএমইউর মিডিয়া প্রোডাকশন প্রোগ্রামের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীর পাশাপাশি ইউনিভার্সিটির ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউশন সেন্টারের নিয়োগকৃত খ-কালীন কর্মী ছিলেন।

টরন্টোভিত্তিক আইনজীবী ও সেন্টার ফর ইসরায়েল অ্যান্ড জুইশ অ্যাফেয়ার্স লিগাল টাস্কফোর্সের সদস্য ডেভিড রোজেনফেল্ড বলেন, টিএমইউর এমন নীতি রয়েছে যাতে সায়রাস ও অন্য ইহুদি শিক্ষার্থীদেরকে যা মোকাবিলা করেত হয়েছে তা পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু তাদের নিজেদের নীতি সরাসরি বাস্তবায়নে ব্যর্থতা বিদ্বেষে ঘি ঢালছে এবং ক্যাম্পাসে বিচ্ছিনতা বাড়াচ্ছে।

আদালতের বিষয় হওয়ায় মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.