শুক্রবার, মে ১৭, ২০২৪
14 C
Toronto

Latest Posts

ফ্রেঞ্চ ভাষা রক্ষায় ৬০৩ মিলিয়ন ডলারের পরিকল্পনা কুইবেকের

- Advertisement -
কুইবেকের মন্ত্রিসভায় ফ্রেঞ্চ ভাষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রবার্জ বলেন, সরকারের ৯টি অগ্রাধিকারের মধ্যে রয়েছে ভাষার প্রবণতার দিকে উন্নত নজর রাখা, শিক্ষার্থীদেরকে ফ্রেঞ্চ ভাষায় দক্ষ করে তোলার মধ্য দিয়ে ফ্রেঞ্চ সংস্কৃতিকে শক্তিশালী করা

ফ্রেঞ্চ ভাষা সুরক্ষা ও প্রচারে আক্রমণাত্মক হচ্ছে কুইবেক। মন্ত্রী জাঁ-ফ্রাসোয়াঁ রবার্জ ২৮ এপ্রিল এ কথা বলেন। ভাষার অবনমনের কারণগুলো মোকাবিলায় ৬০ কোটি ৩০ লাখ ডলারের পরিকল্পনাও উপস্থাপন করেন তিনি।

কুইবেকের মন্ত্রিসভায় ফ্রেঞ্চ ভাষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রবার্জ বলেন, সরকারের ৯টি অগ্রাধিকারের মধ্যে রয়েছে ভাষার প্রবণতার দিকে উন্নত নজর রাখা, শিক্ষার্থীদেরকে ফ্রেঞ্চ ভাষায় দক্ষ করে তোলার মধ্য দিয়ে ফ্রেঞ্চ সংস্কৃতিকে শক্তিশালী করা।

- Advertisement -

গৃহীত পদক্ষেপের কিছু অভিবাসীদের সঙ্গে সম্পর্কযুক্ত। এর মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন এমন অর্থনৈতিক অভিবাসীদের হিস্যা বাড়ানো এবং ফ্রাঙ্কোফোন প্রোগ্রামে গ্র্যাজুয়েশন করবেন যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী তাদেরকে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেওয়ায় গতি আনা।

মন্ট্রিয়লে এক সংবাদ সম্মেলনে রবার্জ বলেন, এটা উল্লেখ করা জরুরি যে, আমরা আর ফ্রেঞ্চ ভাষাকে রক্ষা করছি না। আমরা আক্রমণাত্মক হতে যাচ্ছি। না, এটা কারো বিরুদ্ধে নয়। এটা হারানো জমিন ফিরে পাওয়ার জন্য। সেই সঙ্গে ফ্রেঞ্চ ভাষার ব্যবহার হ্রাসকে বদলে দেওয়ার জন্য।

২৮ এপ্রিল এই কৌশল ঘোষণা করা হয়, যেখানে ২১টি পদক্ষেপ রয়েছে। এর মধ্যে কিছু ব্যবস্থা এরই মধ্যে কার্যকর আছে অথবা আগেই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কুইবেকের বাইরের প্রদেশ থেকে আসা কানাডিয়ান শিক্ষার্থীদের টিউশন ফি ৩০ শতাংশ বৃদ্ধি। সেই সঙ্গে বিশ^বিদ্যালয়গুলোর জন্য এটা নিশ্চিত করা যে, গ্র্যাজুয়েট হওয়ার সময় অধিকাংশ শিক্ষার্থী যেন ফ্রেঞ্চ ভাষায় দক্ষ হয়। সরকার আরও বলেছে, অস্থায়ী কর্মী ও স্থায়ীৈ অভিবাসীদের জন্য শক্তিশালী ফ্রেঞ্চ ভাষার শর্ত আরোপ করবে।

২০২১ সালের শুমারির উপাত্ত তুলে ধরে রবার্জ বলেন, বাড়িতে প্রধানত ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন কুইবেকে এমন বাসিন্দা ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সামান্য কমেছে। একই সময়ে যাদের প্রথম সরকারি ভাষা ইংরেজি সে ধরনের কুইবেকবাসীর হার ১২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.