শনিবার, মে ৪, ২০২৪
15.8 C
Toronto

Latest Posts

এআইয়ের কারণে চাকরি হারানো রুখতে ৫ কোটি ডলার বরাদ্দ

- Advertisement -
১৬ এপ্রিল ঘোষিত ফেডারেল বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে, প্রযুক্তি এবং কানাডার কৃত্রিম বৃদ্ধিমত্তা শিল্পের সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে ২৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারানো নিয়ে কি আপনি উদ্বিগ্ন? একইভাবে উদ্বিগ্ন ফেডারেল সরকারও। এ কারণে কর্মীদের দক্ষতা তৈরিতে ৫ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে ফেডারেল বাজেটে।

১৬ এপ্রিল ঘোষিত ফেডারেল বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে, প্রযুক্তি এবং কানাডার কৃত্রিম বৃদ্ধিমত্তা শিল্পের সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে ২৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা। এর বাইরে এআইয়ের কারণে যাদের চাকরির ওপর প্রভাব পড়তে পারে তাদের সহায়তায় আগামী চার বছরে ৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেসব খাত ও কমিউনিটির ওপর এআইয়ের প্রভাব পড়তে পারে সেসব খাত ও কমিউনিটির কর্মীরা সেক্টোরাল ওয়ার্কফোর্স সল্যুশন্স প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পাবেন।

- Advertisement -

ইউনিভার্সিটি অব ওয়াটারলুর অর্থনীতির সহযোগী অধ্যাপক জোয়েল ব্লিট বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অর্থনীতি ও সমাজের লক্ষ্যণীয় রূপান্তর ঘটবে। কিছু চাকরি বিলুপ্ত হবে। কিছু চাকরির সুযোগ তৈরি হবে। কিন্তু এটা রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে, যা বিশৃঙ্খলাপূর্ণও হতে পারে।

অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ২০২৩ সালের জুনে সতর্ক করে বলেছিলেন যে, সব শিল্পেই জেনারেটিভ এআইয়ের উপস্থিতি টের পাওয়া যাবে এবং সব কর্মঘণ্টার প্রায় ৪০ শতাংশ প্রভাবিত হবে। অন্যান্য খাতের তুলনায় ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও জ¦ালানি খাতে অটোমেশনের সম্ভাবনা সবচেয়ে বেশি। চাকরি ও দক্ষতার শর্তের ওপর এর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে।

বাজেটে কেবল সৃষ্টিশীল খাতেই এআইয়ের প্রভাব পড়বে বলে উল্লেখ করা হয়েছে, যা এই কর্মসূচির আওতায় আসবে। গত ফেব্রুয়ারিতে কানাডিয়ান টেলিভিশন, চলচ্চিত্র ও সংগীত শিল্প এমপিদের প্রতি এআইয়ের বিরুদ্ধে সুরক্ষার আহ্বান জানায়। তারা বলে, প্রযুক্তি তাদের জীবিকা ও সুনাম হুমকিতে ফেলে দিচ্ছে।

এই কর্মসূচির আওতায় আর কোন কোন খাত পড়বে? অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেননি তিনি।

এ মাসের গোড়ার দিকে প্রকাশিত নতুন এক গবেষণার তথ্য অনুযায়ী, প্রায় ৩০০টি প্রকল্প ও উদ্যোগে এআইয়ের ব্যবহার করেছে ফেডারেল সরকার।

টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটির ইকোনমিক রিচার্সের ব্যবস্থাপক ভিয়েত ভুর মতে, সৃষ্টিশীল মাধ্যমের কর্মীদের ওপর এআইয়ের প্রভাব নেতিবাচক হবে না। আপনি যদি এর সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে মানিয়ে নিতে না পারেন তাহলেই কেবল প্রভাবটা নেতিবাচক হবে। কয়েক বছর ধরেই সৃষ্টিশীল দুনিয়া তাদের কাজে নতুন ডিজিটাল টুল ব্যবহার করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.