শুক্রবার, মে ১৭, ২০২৪
13.9 C
Toronto

Latest Posts

স্কুলগুলোতে সেলফোনের ব্যবহার কমানোর পরিকল্পনা

- Advertisement -
শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি ২৮ এপ্রিল এক বিবৃতিতে বলেন, বাবা-মা ও শিক্ষকদের কাছ থেকে আমরা এটা জোরেশোরেই শুনেছি যে, সেলফোন শিশুদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটাচ্ছে

স্কুলে সেলফোন ব্যবহার হ্রাস ও ভেপিং বন্ধে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে অন্টারিও। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন এসব পদক্ষেপ কার্যকর হবে।

আসছে সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন থেকে গ্রেড ৬ এর শিক্ষার্থীদেরকে তাদের সেলফোন সাইলেন্ট রাখতে বলা হবে। সেই সঙ্গে শিক্ষকের অনুমতি ছাড়া সারাদিনের জন্য তা দৃষ্টির বাইরে রাখতে বলা হবে। তবে গ্রেড ৭ ও গ্রেড ১২ এর শিক্ষার্থীদের জন্য নিয়ম কিছুটা নমনীয় করা হয়েছে। কেবল পাঠ গ্রহণের সময়ই তাদেরকে সেলফোন ব্যবহার না করতে বলা হবে। কেউ যদি এই নিয়ম অমান্য করে তাহলে তৎক্ষণাৎ তার সেলফোনটি কর্মী সদস্যদের কাছে হস্তান্তর করা হবে এবং তার বাবা-মাকে এ বিষয়ে অবহিত করা হবে। একই অপরাধ একাধিকবার করলে বহিস্কারের মুখেও পড়তে হতে পারে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে।

- Advertisement -

শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি ২৮ এপ্রিল এক বিবৃতিতে বলেন, বাবা-মা ও শিক্ষকদের কাছ থেকে আমরা এটা জোরেশোরেই শুনেছি যে, সেলফোন শিশুদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটাচ্ছে। সেলফোনের ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে, দৃষ্টির বাইরে মানে মনের বাইরে। কারণ, অন্টারিওর স্কুলগুলোতে মনোযোগ, নিরাপত্তা ও সাধারণ জ্ঞান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা মৌলিক বিষয়ের কাছে ফিরিয়ে নিতে চাই।

নীতির অংশ হিসেবে সব স্কুল নেটওয়ার্ক ও ডিভাইসে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সরকার একচ্ছত্র সম্মতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ও ফটো রেকর্ডিং এবং তা শেয়ার নিষিদ্ধ করবে সরকার। যদিও এটা কীভাবে নজরদারি ও বাস্তবায়ন করা হবে সেটা নিশ্চিত নয়।

এক সংবাদ সম্মেলনে লেচি সাংবাদিকদের বলেন, শ্রেণিকক্ষে কখন এবং কীভাবে প্রযুক্তির ব্যবহার হবে সে ব্যাপারে শিক্ষকদের মতামতকে সম্মান জানানো হবে। এটা নির্দেশনার সময়ে মনোযোগ প্রতিষ্ঠার জন্য। এর বাইরে মধ্যাহ্নভোজের সময় আমরা শিশুদেরকে ব্যক্তিগত দায়িত্বের ধারণা দেওয়ার চেষ্টা করব।

রিপোর্ট কার্ডে শিক্ষকরা যেন শিক্ষার্থীদের মনোযোগ বিঘেœর মাত্রার বিষয়টি উল্লেখ করেন সে আহ্বানও জানানো হয়েছে। এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন উইমেন’স ব্রেইন হেলথ ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন পসলান্স।

স্কুলে ভেপ ডিটেক্টর স্থাপন ও অন্যান্য নিরাপত্তার উন্নয়নে ২০২৪ সালের বাজেটে এরই মধ্যে সরকার ৩ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। সেপ্টেম্বর থেকে কোনো শিক্ষার্থী যদি স্কুলে ভেপ বা ইসিগারেটসহ ধরা পড়ে তাহলে তাকে সেগুলো হস্তান্তর করতে হবে এবং বাবা-মাকে তৎক্ষণাৎ তা অবহিত করা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.