শুক্রবার, মে ১৭, ২০২৪
14 C
Toronto

Latest Posts

স্কারবোরোর কনভিনিয়েন্স স্টোর থেকে নকল ভায়াগ্রা জব্দ

- Advertisement -
স্কারবোরো একটি কনভিনিয়েন্স স্টোর থেকে নকল ভায়াগ্রা জব্দ করার কথা জানিয়েছে হেলথ কানাডা।
স্কারবোরো একটি কনভিনিয়েন্স স্টোর থেকে নকল ভায়াগ্রা জব্দ করার কথা জানিয়েছে হেলথ কানাডা। ২৬ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, কিংস্টন রোড ও মর্নিংসাইড এভিনিউয়ের কাছে ৯৬ ডারহাম উডে অবস্থিত একটি জাগ সিটি লোকেশন থেকে ভায়াগ্রাগুলো জব্দ করা হয়।
আসল ভায়াগ্রা কার্টনে ভরা অবস্থায় ব্যবহারবিধি সমেত বিক্রি হলেও নকল পণ্যগুলো বিক্রি হচ্ছিল একেকটি প্যাকে এবং আর কোনো প্যাকেজিং ছিল না। পণ্যটিতে আর যেসব নির্দেশিকা ছিল তাও ভুয়া। যেমন এতে যে মেয়াদোত্তীর্ণ তারিখ দেওয়া ছিল তা ভুলভাবে লেখা এবং লট নাম্বার ছিল না বলে জানিয়েছে হেলথ কানাডা।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, নকল ওষুধগুলো এমনভাবে তৈরি হয়, যা দেখতে আসল ওষুধের মতোই। কিন্তু আসলে সেগুলো একইরকম নয় এবং তাতে আদৌ কোনো ওষুধ থাকে না। এগুলোতে যদি কখনো উচ্চমাত্রায় ডোজ ব্যবহার করা হয়ে থাকে তাহলে তা স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি এতে ভেজাল ও লুকায়িত উপাদন থেকে থাকতে পারে।
পণ্যটিতে সিলডেনাফিল উপাদান আছে বলে উল্লেখ করা হয়। আসল ভায়াগ্রায় প্রেসক্রিপশন উপাদানটি থাকে। কর্মকর্তারা এই বলে সতর্ক করে দিয়েছেন যে, স্বাস্থ্য পেশাজীবীর তত্ত্বাবধানেই কেবল সিলডেনাফিল সেবন করা উচিত। কারণ, কারো কারো জন্য এটা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
হেলথ কানাডা বলেছে, জব্দকৃত ওষুধগুলো যে নকল ওষুধটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে তারা নিশ্চিত হয়েছে।
কেউ ওষুধটি ব্যবহার করলে এখনই তা বন্ধ করে নষ্ট করে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ যদি এরই মধ্যে ব্যবহার করে থাকেন এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয় তাহলে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে।
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.