সোমবার, মে ২০, ২০২৪
17.8 C
Toronto

Latest Posts

ক্যাপিটাল গেইন ট্যাক্স !

- Advertisement -
অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

ক্যাপিটাল গেইন ট্যাক্সে লিবারেলদের প্রস্তাবিত পরিবর্তনের বিরুদ্ধে ব্যবসায়ীদেরকে তাদের নিজেদের লড়াই করতে বলেছেন কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর। যদিও তাদের এই পরিকল্পনাকে তিনি আক্রমণ হিসেবে চিত্রায়িত করেছেন, তার দল এর পক্ষে ভোট দেবে কিনা সে ব্যাপারে মুখে কুলুপ এটে আছে তার কার্যালয়।

অতি সম্প্রতি প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে গত সপ্তাহে আইন উত্থাপন করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। বাজেটে অস্পষ্ট ঘোষণার অন্যতম এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। এর পরিবর্তে সরকার কর ব্যবস্থা হালনাগাদ করতে স্বতন্ত্র বিল আনসার আশা করছে, যাতে করে ধনী কানাডিয়ান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফার বড় অংশ কর হিসেবে পরিশোধ করেন। এর অর্থ হলো হ্যা বা না ভোটের মধ্য দিয়ে দলগুলোকে তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে।

- Advertisement -

জনমত সমীক্ষা বলছে, তরুণ কানাডিয়ানদের মধ্যে কনজার্ভেটিভদের প্রতি সমর্থন বাড়ছে। ৪০ বছরের কম বয়সী ভোটারদের ওপর বেশি নির্ভরশীল জাস্টিন ট্রুডো এই প্রবণতা বদলে দেওয়ার প্রত্যাশা করছেন।

গত মাসের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আবাসনের ক্রয়ক্ষমতার ওপর। কনজার্ভেটিভরা এই বাজেটের বিরুদ্ধে ভোট দেবে বলে জানিয়েছেন পয়লিয়েভর। কিন্ত তিনি নিজেকে শ্রমজীবী মানুষদের কাছের লোক হিসেবে দাবি করেছেন। জীবনযাত্রার ব্যয় নিয়ে যে উৎকণ্ঠা তিনিই তা সবচেয়ে ভালো উপলব্ধি করেন বলেও দাবি করেছেন। তাহলে সরকারের এই পদক্ষেপ, যা কেবল অতি ধনী কানাডিয়ানদের ওপর কার্যকর হবে তা কি তিকনি সমর্থন করবেন?

তার কার্যালয় কিছু বলেনি। মুখপাত্র সেবাস্তিয়ান স্কামস্কি এক বিবৃতিতে বলেছেন, সাধারণ বুদ্ধিসম্পন্ন কনজার্ভেটিভরা জাস্টিন ট্রুডোর স্ফীত বাজেটের বিরুদ্ধে ভোট দেবেন। যে আইনের কথা আপনারা বলছেন জাস্টিন ট্রুডোর অদক্ষতার কারণে এখনো তার কোনো অস্তিত্ব নেই। ত্ াবলে কিছু বলা আমাদের জন্য মুশকিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.