শনিবার, মে ৪, ২০২৪
17.1 C
Toronto

Latest Posts

পাঁচ পরিচালক পরিবর্তন করছে গিল্ডান

- Advertisement -
পরবর্তী সাধারণ সভার আগেই পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গিল্ডান অ্যাক্টিভওয়্যার ইনকর্পোরেশন

পরবর্তী সাধারণ সভার আগেই পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে গিল্ডান অ্যাক্টিভওয়্যার ইনকর্পোরেশন। আগামী মাসে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় পর্ষদের বড় অংশ পরিবর্তন চেয়ে এক অ্যাক্টিভিস্ট শেয়ারহোল্ডারের প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি।

মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্রাউনিং ওয়েস্ট গিল্ডানের ১২ পরিচালকের আটজনের স্থলাভিষিক্ত চাইছে। এর মধ্যে তাদের নিজের মনোনীত পরিচালকও রয়েছেন। কোম্পানির প্রতিষ্ঠাতা গ্লেন চামান্ডিকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠানটি।

- Advertisement -

গত বছর গিল্ডান এক ঘোষণায় চামান্ডির স্থলে ভিন্স টাইরাকে প্রধান নির্বাহী করার ঘোষণা দেয়। ২২ এপ্রিল তারা বলেছে, ২৮ মে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভার আগেই তারা পাঁচ পরিচালক পরিবর্তন করবে। টিম হজসন, লি বার্ড, জেন ক্রেইগহেড, লিন লোয়েন এবং লা ভিনার ১ মে থেকে নতুন পরিচালক হিসেবে যোগ দেবেন। ডোনাল্ড বার্গ, মারিস বার্ট্রান্ড, শার্লি কানিংহাম, চার্লস হেরিংটন এবং ক্রেইগ লিভিটের স্থলাভিষিক্ত হবেন তারা।

২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত গোল্ডম্যান স্যাকস কানাডার প্রধান নির্বাহীর দায়িত্ব পালনকারী হজসন চেয়ারম্যান হিসেবে বার্গের স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে। বোর্ডের বর্তমান সদস্য লুক জোবিন ও ক্রিস শ্যাকেল্টনও পুনর্নির্বাচন করবেন না বলে গিল্ডান জানিয়েছে।

সেই সঙ্গে তারা শেয়ারহোল্ডারদের ব্রাউনিং ওয়েস্টের আট মনোনীতের মধ্যে দুজন কারেন স্টাকি ও জে.পি টাউনারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.