রবিবার, মে ৫, ২০২৪
12.6 C
Toronto

Latest Posts

কানাডিয়ান গাভীতে এভিয়ান ফ্লুর লক্ষণ আছে কিনা নজর রাখছে সিএফআইএ

- Advertisement -
গাভীতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো লক্ষণ আছে কিনা সেদিকে নজর রাখতে পশু চিকিৎসকদের উৎসাহিত করছে দ্য কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি

গাভীতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো লক্ষণ আছে কিনা সেদিকে নজর রাখতে পশু চিকিৎসকদের উৎসাহিত করছে দ্য কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএফআইএ)। যুক্তরাষ্ট্রের গাভীতে রোগটি শনাক্ত হওয়ার পর এই সতর্কতা নেওয়া হয়েছে।

কানাডার গাভী বা অন্য গবাদিপশুর মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ এখনো শনাক্ত হয়নি। কিন্তু মার্চ থেকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নয়টি রাজ্যে গাভীর অসুস্থ্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ধারণা, বন্য পাখি গরুর মধ্যে এর বিস্তার ঘটিয়েছে। যদিও এর সংক্রমণে পাখির তুলনায় গাভীদের কম অসুস্থ্য দেখা যাচ্ছে কোনো গাভী এখন পর্যন্ত মারা যায়নি এবং আক্রান্ত গরু কয়েক সপ্তাহের মধ্যেই সেরে উঠেছে।

- Advertisement -

এভিয়েন ইনফ্লুয়েঞ্জা গবাদি পশুর ব্যবসা ও এর পণ্যের ওপর কোনো প্রভাব ফেলেনি। ভাইরাসটি খাদ্য নিরাপদদতার ক্ষেত্রেও কোনো হুমকি সৃষ্টি করেনি। সিএফআইএ বলছে, এ থেকে মানবদেহে সংক্রমণের ঝুঁকি খুবই কম।

কোনো গাভী অসুস্থ্য হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে পশু চিকিৎসক ও উৎপাদকদের প্রতি আহ্বান জানিয়েছে সিএফআইএ। এর মধ্যে আছে দুধের উৎপাদন কমে যাওয়া অথবা দুধের ঘনত্ব হ্রাস পাওয়া।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.