সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
9.1 C
Toronto

Latest Posts

ন্যূনতম মজুরি বৃদ্ধি

- Advertisement -
ফোর্ড সরকার অক্টোবরে বার্ষিক বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। বৃদ্ধি পেয়ে নতুন মজুরি ঘণ্টায় ১৭ দশমিক ২০ ডলার হবে বলে মার্চের শেষ দিকে জানায় তারা

ন্যূনতম মজুরি বাড়াল ফেডারেল সরকার। এ বছরের গোড়ার দিকে সরকার কর্মীদের ন্যূনতম ৬৫ সেন্ট বাড়িয়ে ঘণ্টায় ১৭ দশমিক ৩০ ডলার করার ঘোষণা দিয়েছিল, ১ এপ্রিল থেকে এটা কার্যকর হয়েছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বার্ষিক ফেডারেল ন্যূনতম মজুরি বাড়ানোর যে প্রতিশ্রুতি জাস্টিন ট্রুডো সরকার দিয়েছিল এবারের মজুরি বৃদ্ধি তারই অংশ।

কারা পাবে বর্ধিত এই মজুরি? কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত শিল্পখাত যেমন আন্তর্জাতিক ও আন্তঃপ্রাদেশিক পরিবহন, টেলিযোগাযোগ, ব্যাংকিং এবং পোস্টাল ও কুরিয়ার সার্ভিসের কর্মীরা বর্ধিত মজুরির এই সুবিধা পাবেন। পাশাপাশি শিক্ষানবিশ ও ১৮ বছরের কম বয়সী কর্মীরাও সুবিধাটি পাবেন।

- Advertisement -

কেন ৬৫ সেন্ট? ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে পূর্ববর্তী পঞ্জিকাবর্ষে কানাডার ভোক্তা মূল্যসূচককে (সিপিআই) ভিত্তি ধরে। ২০২৩ সালে বার্ষিক গড় সিপিআই ছিল প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

এই মজুরি বৃদ্ধি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত শিল্পের কর্মীদের জন্য এবং প্রত্যেক প্রদেশ ও অঞ্চলের তাদের নিজেদের নির্ধারিত ন্যূনতম মজুরির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদিও কোনো প্রাদেশিক সরকারের যদি উচ্চতর ন্যূনতম মজুরি থেকে থাকে তাহলে ওই প্রদেশের কর্মীরা উচ্চতর এই ন্যূনতম মজুরিই পাবেন। ১৩ মার্চ পর্যন্ত ঘণ্টায় ১ দশমিক ৩০ ডলারের বেশি ন্যুনতম মজুরি বাড়ানোর কথা ছিল কেবল ইউকোনের।

অন্টারিওতে ন্যূনতম মজুরিও কি বাড়বে? অন্টারিওর ন্যূনতম মজুরিতে পরিবর্তন আনা হয়েছে গত ফলে। ২০২৩ সালে প্রাদেশিক সরকার ন্যূনতম বাড়িয়ে ঘণ্টায় ১৬ দশমিক ৫৫ ডলারে উন্নীত করে। ২০২২ সালে কর্মীরা যে মজুরি পেতেন এই সময় তার চেয়ে পুরো এক ডলার মজুরি বাড়ায় সরকার।

ফোর্ড সরকার অক্টোবরে বার্ষিক বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। বৃদ্ধি পেয়ে নতুন মজুরি ঘণ্টায় ১৭ দশমিক ২০ ডলার হবে বলে মার্চের শেষ দিকে জানায় তারা।

কানাডায় প্রদেশভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলবার্টায় ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলার, ব্রিটিশ কলাম্বিয়ায় ১৬ দশমিক ৭৫ ডলার, ম্যানিটোবায় ১৫ দশমিক ৩০ ডলার, নিউ ব্রান্সউইকে ১৪ দশমিক ৭৫ ডলার, নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ১৫ ডলার, নর্থওয়েস্ট টেরিটোরিজে ১৬ দশমিক শূন্য ৫ ডলার, নোভা স্কশিয়ায় ১৫ ডলার, নুনাভাটে ১৬ ডলার, অন্টারিওতে ১৬ দশমিক ৫৫ ডলার, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে ১৫ ডলার, কুইবেকে ১৫ দশমিক ২৫ ডলার, সাস্কেচুয়ানে ১৪ ডলার এবং ইউকনে ১৬ দশমিক ৭৭ ডলার।

তবে ১ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি বাড়িয়ে নিউ ব্রান্সউইকের ঘণ্টায় ১৫ দশমিক ৩০, নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের ১৫ দশমিক ৬০, নোভা স্কশিয়ার ১৫ দশমিক ২০, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের ১৬, সাস্কেচুয়ানের ১৫ এবং ইউকনের ১৭ দশমিক ৫৯ ডলার করার কথা।

এখন প্রশ্ন হচ্ছে এই ন্যূনতম মজুরি কি যথেষ্ট? অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্কের ২০২৩ সালের বিশ্লেষণ বলছে, অন্টারিওর গ্রেটার টরন্টো এরিয়ায় বাসযোগ্য মজুরি হওয়া উচিত ঘণ্টায় ২৫ ডলারের বেশি। খাদ্য, বাসা ভাড়া, যাতায়াত, পোশাক ও পাদুকা, চিকিৎসা, চাইল্ডকেয়ার. ইন্টারনেট এবং সেলফোনের খরচের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.