বুধবার, মে ১, ২০২৪
16.1 C
Toronto

Latest Posts

কার্বন ট্যাক্স বাতিলের পক্ষে অর্ধেক অন্টারিওবাসী

- Advertisement -
সুযোগ পেলে কার্বন ট্যাক্স বাতিল করবেন বলে জানিয়েছেন অর্ধেকের মতো অন্টারিওবাসী

সুযোগ পেলে কার্বন ট্যাক্স বাতিল করবেন বলে জানিয়েছেন অর্ধেকের মতো অন্টারিওবাসী। লিয়াজোঁ স্ট্র্যাটেজিজের নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

১ হাজার ২৮০ জন অন্টারিওবাসীর ওপর পরিচালিত সমীক্ষার ফলাফল এ সপ্তাহে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, কার্বন প্রাইসিং বাতিল সমর্থন করেছেন প্রায় ৪৯ শতাংশ অন্টারিওবাসী। কার্বন প্রাইসিং থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রায় ২৭ শতাংশ অন্টারিওবাসী।

- Advertisement -

লিয়াজোঁ স্ট্যাটেজিজের অধ্যক্ষ ডেভিড ভ্যালেন্টিন এক বিবৃতিতে বলেছেন, জলবায়ু পরিবর্তন ও কার্বন ট্যাক্স ইস্যুতে অন্টারিওবাসীর মতামত অনেক বেশি মিশ্র। তবে ৫৪ শতাংশ অন্টারিওবাসী পরিবেশ সুরক্ষার চেয়ে ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয় অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন।

কার্বন দূষণের ওপর মূল্য ১ এপ্রিল থেকে ১৫ ডলার বাড়িয়েছে কানাডা। বার্ষিক বৃদ্ধির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতিটির উদ্দেশ্য হলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে সহায়তা করা। ফেডারেল সরকার

ভোক্তাদের জন্য তাদের আয়কর বিবরণীর অংশ হিসেবে রিবেটের ব্যবস্থা রেখেছে।
কর্মসূচিটির সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেল রিবেটও যদিও বাতিল করা হয় তাহলেও কি কার্বন ট্যাক্স বাতিল সমর্থন করবেন? এই প্রশ্নের উত্তরদাতাদের সংখ্যাটি খুব বড় নয়। প্রায় ৪১ শতাংশ উত্তরদাতা কর্মসূচিটি বাতিলের পক্ষে তাদের অবস্থানে অনড় রয়েছেন। কর্মসূচিটি বহাল রাখার পক্ষে মত দিয়েছেন প্রায় ৩৭ শতাংশ উত্তরদাতা।

সমীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ উত্তরদাতা পাঁচ বছর আগের তুলনায় অন্টারিওতে দূষণ কমেছে বলে বিশ^াস করেন। ২১ শতাংশ উত্তরতাদার বিশ^াস, প্রদেশ এজন্য যথেষ্ট কাজ করছে। প্রায় ৫৪ শতাংশ উত্তরদাতা বলেন, দূষণ কমাতে সবচেয়ে বেশি কাজ করছে ফেডারেল সরকার। প্রাদেশিক সরকার এক্ষেত্রে খুবই কম কাজ করছে বলে জানান সমীক্ষায় অংশ নেওয়া ৬৫ শতাংশ উত্তরদাতা।

ফেডারেল কনজার্ভেটিভরা নীতিটি স্থগিত নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও প্রিমিয়ারদের মধ্যে টেলিভিশনে সম্প্রচারযোগ্য আলোচনায় বসার আহ্বান জানানোর পর সমীক্ষাটি করা হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.