রবিবার, মে ৫, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার জমজমাট গালা নাইট

- Advertisement -

 

- Advertisement -

গত ২১ এপ্রিল রিচমন্ডহিলের পার্কওয়ে শেরাটন হোটেলে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা বিবিসিসি’র এ্যানুয়াল গালা ডিনার ও মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক চেম্বার সদস্য, মূলধারার রাজনীতিক, কানাডা-বাংলাদেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ ও স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনেরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-কানাডার জাতীয় সঙ্গীত ও ল্যান্ড একনলেজম্যান্টের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এই আয়োজনে বক্তব্য রাখেন এ্যানুয়াল গালা ডিনার ও মিউজিক্যাল ইভেন্ট কমিটির চেয়ারম্যান তপন সাইয়িদ, চেম্বার ডিরেক্টর (এ্যাডমিন) মোহাম্মদ হাসান, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট ফারুক হাসান, টরন্টোস্থ কনস্যুল জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ ফারুক হোসেন, ডলি বেগম এমপিপি, লিয়া টেইলর রয় এমপি এবং চেম্বার প্রেসিডেন্ট এইচ এম ইকবাল। আগত অতিথিদের বোর্ড অফ ডিরেক্টরসদের পক্ষ থেকে স্বাগত জানান ইকবাল রোশদ, আলমগীর রহমান, শহিদুল ইসলাম মিন্টু, ইকবাল হামিদ কোরেশি, মাসুদ আহমেদ এবং এ্যানুয়াল গালা ডিনার কমিটির সদস্য ফেরদৌস আহমেদ ও আফতাব হোসেন।

চেম্বার সভাপতি এইচ এম ইকবাল তার বক্তব্যে সারাবিশ্বে ছড়িয়ে থাকা সফল প্রবাসী এবং বাংলাদেশিদের নিয়ে একটি ডায়াসপোরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার রূপরেখা বর্ণনা করেন। তিনি বলেন, ডায়াসপোরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হবে কানাডার টরন্টোতে।

আলোচনা পর্ব শেষে সংগীত পরিবেশন করেন অমিত রায় ও শিখা রউফ। নৈশভোজ ও র‌্যাফেল ড্র’র মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.