শনিবার, মে ৪, ২০২৪
15.8 C
Toronto

Latest Posts

বিদেশে বসবসাকারী ৪০ লাখ কানাডিয়ানের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

- Advertisement -
বিদেশে বসবাসরত কানাডিয়ানদের জন্য কেবলমাত্র সংকটের সময় উদ্ধারের চেয়েও বেশি কিছু করতে অটোয়ার প্রতি আহ্বান জানিয়েছেন একজন সেনেটর

বিদেশে বসবাসরত কানাডিয়ানদের জন্য কেবলমাত্র সংকটের সময় উদ্ধারের চেয়েও বেশি কিছু করতে অটোয়ার প্রতি আহ্বান জানিয়েছেন একজন সেনেটর। ব্রিটিশ কলাম্বিয়ার সেনেটর ইউয়েন পাও উ যুক্তি তুলে ধরে বলেন, বিদেশে বসবাসরত কানাডিয়ানদের এমন কিছু বন্ধন রয়েছে, যা কূটনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কানাডা কাজে লাগাতে পারে।

ম্যাকগিল ইউনিভার্সিটির এক অধ্যাপকের গবেষণা প্রকাশ করে তিনি বলেন, যে ৪০ লাখ কানাডিয়ান বিদেশে বসবাস করেন তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, হংকং ও যুক্তরাজ্যে কেন্দ্রীভূত।

- Advertisement -

গবেষণায় বলা হয়েছে, বিদেশে বসবাসরত কানাডিয়ানরা প্রায় সময়ই কর পরিশোধ করেন। কিন্তু সুনির্দিষ্ট কিছু নাগরিক সেবার বাইরে থাকেন তারা। এসব সেবার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং প্রাদেশিক নির্বাচনে ভোটাধিকার।

উ বলেন, কীভাবে কানাডিয়ান প্রবাসীদের সাহায্য করা যায় এবং তাদের যোগাযোগ ও দক্ষতাকে কাজে লাগানো যায় সে ব্যাপারে অটোয়ার কৌশল তৈরি করা উচিত।

ফ্রান্সের মতো দেশে বিদেশে বসবাসকারী নাগরিকদের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রয়েছেন। অন্যদিকে কানাডিয়ানরা কেবল সর্বশেষ যেখানে বসবাস করতেন সেই ফেডারেল রাইডিংয়ে এমপি নির্বাচনে ভোট দিতে পারেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.