বুধবার, মে ১, ২০২৪
13.8 C
Toronto

Latest Posts

মার্চে বাড়ি ভাড়া ৮.৮% বেড়েছে

- Advertisement -
মার্চে কানাডায় দাবিকৃত ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে বলে নতুন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে

মার্চে কানাডায় দাবিকৃত ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে বলে নতুন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চাওয়া ভাড়ার পরিমাণ ফেব্রুয়ারির তুলনায় কম।

আরবানেশনের এই প্রতিবেদনে রেন্টালসডটসিএর মাসিক লিস্টিংয়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তাতে বলা হয়েছে, গত মাসে সব ধরনের বাড়ির গড় ভাড়া ছিল মাসে ২ হাজার ১৮১ ডলার। তবে মাসওয়ারি চাওয়া ভাড়া ফেব্রুয়ারির তুলনায় দশমিক ৬ শতাংশ কম।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, কানাডায় মার্চে এক শয়নকক্ষের ইউনিটের ভাড়া চাওয়া হয় ১ হাজার ৯১৫ ডলার, যা এক বছর আগের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৩ শতাংশ বেশি। এ ছাড়া দুই শয়নকক্ষের ইউনিটের ভাড়া চাওয়া হয় ২ হাজার ২৯৫ ডলার, ২০২৩ সালের মার্চের তুলনায় যা ১০ দশমিক ৬ শতাংশ বেশি।

সার্বিকভাবে পারপাস-বিল্ট রেন্টাল অ্যাপার্টমেন্টের জন্য চাওয়া ভাড়া মার্চে আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে গড়ে ২ হাজার ১১৭ ডলারে পৌঁছেছে। কন্ডোমিনিয়ামের ভাড়া ২০২৩ সালের মার্চের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩২১ ডলারে উন্নীত হয়েছে।

ভাড়াটিয়ারা যে ক্রমবর্ধমান আর্থিক চাপের মধ্যে রয়েছে তা প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়েছে ফেডারেল সরকার। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষিত গত মাসের ভাড়াটিয়াদের অধিকার সংক্রান্ত বিল এর মধ্যে অন্যতম। প্রদেশ ও অঞ্চলগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বিল অব রাইটস তৈরি ও তা বাস্তবায়ন করা হবে। বিলের আওতায় অ্যাপার্টমেন্টের মূল্য সংক্রান্ত পরিস্কার ইতিহাস প্রকাশ করতে হবে বাড়ির মালিকদের, যাতে করে ভাড়াটিয়ারা ন্যায্য দর-কষাকষিটা করতে পারেন।

জাতীয়ভাবে দাবিকৃত গড় ভাড়া বৃদ্ধি পেলেও ব্রিটিশ কলাম্বিয়ায় তা ১ দশমিক ৯ শতাংশ কমে মাসিক ২ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে। গত মাসে দাবিকৃত ভাড়ার পরিমাণের হিসাবে অন্টারিও ছিল দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালের মার্চের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়ে গত মাসে তা ২ হাজার ৪১০ ডলারে দাঁড়ায়।

ভাড়া সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে আলবার্টা এবং সাস্কেচুয়ানে। গত মাসে সেখানে যথাক্রমে ১৮ দশমিক ৩ এবং ১৮ দশমিক ২ শতাংশ বেড়ে মাসিক ভাড়া দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৭২৮ ও ১ হাজার ২৯৭ ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.