সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
9.1 C
Toronto

Latest Posts

অন্টারিওতে বাড়ি নির্মাণে গতি বেড়েছে

- Advertisement -
অন্টারিওতে বাড়ি নির্মাণে গতি বেড়েছে। যদিও ২০৩১ সালের মধ্যে প্রতিশ্রুত ১৫ লাখ বাড়ির লক্ষ্য অর্জনের জন্য নির্মাণকাজে যে ধরনের গতি প্রয়োজন তা থেকে অনেক দূরে রয়েছে প্রদেশটি

অন্টারিওতে বাড়ি নির্মাণে গতি বেড়েছে। যদিও ২০৩১ সালের মধ্যে প্রতিশ্রুত ১৫ লাখ বাড়ির লক্ষ্য অর্জনের জন্য নির্মাণকাজে যে ধরনের গতি প্রয়োজন তা থেকে অনেক দূরে রয়েছে প্রদেশটি। ২৬ মার্চ প্রকাশিত বাজেটে এমনটাই বলা হয়েছে।
গত বছরের বাজেটে ২০২৪ সালে অন্টারিওতে ৮০ হাজারের কিছু কম নতুন বাড়ি নির্মাণের প্রাক্কলন করা হয়েছিল। কিন্তু সংখ্যাটি এখন ৮৮ হাজারের কাছাকাছি দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

এই সংখ্যা আগামী কয়েক বছরে ধীরে ধীরে বেড়ে ২০২৭ সালে ৯৫ হাজার ৮০ তে পৌঁছাবে। বেসরকারি খাতের পূর্বাভাসের ভিত্তিতে বাজেটে এমনটাই প্রাক্কলন করা হয়েছে। যদিও এ বছর অন্টারিওর কমপক্ষে ১ লাখ ২৫ হাজার বাড়ি নির্মাণের প্রয়োজন। ১৫ লাখ বাড়ির লক্ষ্য অর্জনে তা বাড়িয়ে কমপক্ষে ১ লাখ ৭৫ হাজার করতে হবে। কারণ, ১০ বছর মেয়াদি এই পরিকল্পনার প্রথম কয়েক বছর প্রয়োজনের তুলনায় অনেক কম বাড়ি নির্মিত হয়েছে।

- Advertisement -

প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকারের নিজস্ব বয়ানে প্রকৃতপক্ষে তারা গত বছর ১ লাখ ১০ হাজার বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ অর্জন করেছে। এটা সম্ভব হয়েছে কারণ, লং-টার্ম কেয়ার বেডকেও তারা বাড়ি হিসেবে গণ্য করা অব্যাহত রেখেছে। গত বছর ১০ হাজার লং-টার্ম কেয়ার বেড তৈরি করা হয়েছে।

এনডিপি নেতা মারিট স্টাইলিস বলেছেন, বাড়ির সংখ্যা বাড়িয়ে দেখাতে সরকার কৃত্রিমভাবে লং-টার্ম কেয়ারকে ব্যবহার করছে। অন্টারিওর লোকজন একে আমলে নিচ্ছে না। আমি বলব, সরকার এক্ষেত্রে বেশ উদ্ভাবনীমূলক। কিন্তু আমি বলব, তারা অন্টারিওবাসীদের বিভ্রান্ত করছে।

অর্থমন্ত্রী পিটার বেথলেনফালভি এটা স্বীকার করেন যে, আমরা যেমনাট আশা করেছিলেন বকাড়ি নির্মাণ সেখানে নেই। বাড়ি নির্মাণ কম হওয়ার বড় কারণ সুদের হার বেড়ে যাওয়া।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.