রবিবার, মে ৫, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

বিএমও ফিল্ডে জয় পেল টরন্টো এফসি

- Advertisement -

মার্চের পর থেকে নিজ দর্শকদের সামনে খেলা প্রথম ম্যাচে ২০ এপ্রিল রাতে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে টরন্টো এফসি। ৬৬তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন প্রিন্স আউসু। জাহকিলি মার্শাল-রুট্টির হেড থেকে পাওয়া বল চমৎকার ব্যাকহিল শটের মাধ্যমে জালে জড়ান প্রিন্স।

- Advertisement -

ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান ২-০ গোলে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ফেদেরিকো বার্নার্ডেচি। কিন্তু রেভ্যুলুশনের গোলরক্ষক হেনরিখ রাভাস তা রুখে দেন। বাইরে ঠান্ডা সত্ত্বেও স্ট্যানলি কাপের প্লেঅফে টরন্টো ম্যাপল লিফসের খেলা প্রথম ম্যাচে ২৪ হাজার ১০৮ জন দর্শক বিএমও মাঠে জড়ো হন।

টরন্টো এফসি শুরুটা করেছিল দারুণভাবে এবং প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগও সৃষ্টি করেছিল। ম্যাচের ২৪তম মিনিটে জোনাথন ওসোরিয়োর শট প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে লক্ষ্যভ্রস্ট হয়। তবে প্রথামার্ধের আগে রেডরা প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।

গোলরক্ষক টরন্টোর পক্ষে দারুণ কিছু আক্রমণ ঠেকিয়ে দেন। ম্যাচের ৫১তম মিনিটে গিয়াকোমো ভ্রিয়োনির শটও ঠেকিয়ে দেন তিনি।

জয়ের পর কোচ জন হার্ডম্যান বলেন, ঘরে মাঠে ফিরে আসার মানসিকতা কেমন হওয়া উচিত খেলোয়াড়রাই সেটাই দেখিয়েছে এবং নিজেদের অর্ধে দুর্গ গড়ে তুলেছে। ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট তার সংগ্রহ করেছেন। তিন পয়েন্ট আমাদের জন্য জরুরি ছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.