বুধবার, মে ১, ২০২৪
13.8 C
Toronto

Latest Posts

৩.৮৭ মিলিয়ন বাড়ি নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনা

- Advertisement -
আবাসনমন্ত্রী শন ফ্রেজার এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় আবাসন সংকট একটিমাত্র সরকারের পক্ষে সমাধানের কোনো উপায় নেই

ফেডারেল লিবারেলরা আবাসন সংকট সমাধানের পরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনার মধ্যে রয়েছে সম্প্রতি ঘোষিত নতুন কর প্রণোদনা, গৃহহীনদের জন্য ১০০ ডলারের বেশি বরাদ্দ এবং দেশব্যাপী সরকারি জমিতে আরও বেশি সংখ্যক বাড়ি নির্মাণের উদ্যোগ।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১২ এপ্রিল ভনে এক ঘোষণায় বলেন, আজ আমরা কানাডার ইতিহাসে সবচেয়ে উচ্চাকাঙ্খি ও সমন্বিত আবাসন পরিকল্পনা প্রকাশ করছি। এটা ভাড়াটিয়াসহ বাড়ি নির্মাণের পরিকল্পনা যার ব্যাপকতা কয়েক প্রজন্ম ধরে দেখা যায়নি। ২০৩১২ সালের মধ্যে প্রায় ৩৯ লাখ বাড়ি নির্মাণের কথা বলছি আমরা।
সংসদীয় বাজেট অফিসার ১১ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, আবাসনের ঘাটতি কমিয়ে আনতে ২০৩১ সালের মধ্যে ৩১ লাখ বাড়ি নির্মাণের প্রয়োজন।

- Advertisement -

ফেডারেল বাজেটের কয়েকদিন আগে প্রকাশিত লিবারেলদের ২৮ পৃষ্ঠার পরিকল্পনা ক্রয়ক্ষমতা এজেন্ডায় সংখ্যালঘু সরকারের সর্বশেষ উদ্যোগ। কারণ, জীবনযাত্রার ব্যয় ইস্যুতে কনজার্ভেটিভদের কাছে লক্ষ্যণীয় হারে জনপ্রিয়তা হারাচ্ছে লিবারেলরা।

অটোয়া প্রদেশ, অঞ্চল ও মিউনিসিপালিটিগুলোকেও এই বার্তা দিচ্ছে যে, ‘কল টু অ্যাকশন’ শীর্ষক এই পরিকল্পনায় তাদেরও এগিয়ে আসা প্রয়োজন।

আবাসনমন্ত্রী শন ফ্রেজার এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় আবাসন সংকট একটিমাত্র সরকারের পক্ষে সমাধানের কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি একযোগে কাজ করি এবং নীতি গ্রহণে একে অপরকে উৎসাহিত করতে আমরা প্রণোদনা তৈরি করি তাহলে তা আমরা যেখানে যেতে চাই সেখানে পৌঁছাতে সহায়ক হবে। আমি জানি যে, অসাধারণভাবে গুরুত্বপূর্ণ এই কাজটি আমরা সমাধা করতে পারব।

কানাডিয়ানরা যে আবাসন সংকটের মুখে রয়েছে তা মোকাবিলার প্রতিশ্রুতি রয়েছে লিবারেলদের এই পরিকল্পনায়। এই সংকটের মধ্যে রয়েছে বাড়ির মালিকানার স্বপ্ন অধরা থেকে যাওয়া থেকে গৃহহীনদের জন্য আকাশচুম্বি বাড়ি ভাড়া।

এই পরিকল্পনার বেমিরভাগই সরকারের প্রাক-বাজেট সফর বা তার আগেই ঘোষণা করা হয়েছে। তবে নতুন নথিতে বেশ কিছু নতুন পদক্ষেপের রূপরেখা তুলে ধরা হয়েছে। বাড়ি নির্মাণে কর প্রণোদনা সম্প্রসারণ তার মধ্যে অন্যতম। ফেডারেল সরকার অ্যাপার্টমেন্টের জন্য মূলধনী ব্যয় ভাতা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছে, যা বিল্ডারদেরকে তাদের কর অবলোপন বাড়ানোর সুযোগ করে দেবে। সরকারি বিশ^বিদ্যালয়, কলেজ ও স্কুল কর্তৃপক্ষ নির্মিত শিক্ষার্থীদের আবাসনের ভাড়ার ওপর থেকে জিএসটি অব্যাহতিও সম্প্রসারণ করা হচ্ছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.