সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
9.1 C
Toronto

Latest Posts

ইউএনআরডব্লিউএতে তহবিল অব্যাহত রাখতে কানাডার প্রতি অনুরোধ

- Advertisement -
এক সাক্ষাৎকারে আহমেদ হুসেন বলেন, মার্কিন দূত আমাদেরকে ইউএনআরডব্লিউএর সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন

ইউএন রিলিফ এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান্সে তহবিল জোগান অব্যাহত রাখতে কানাডার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এই কথা জানিয়েছেন।
গত জানুয়ারিতে যে ১৬টি দেশ সংস্থাটিতে তহবিল প্রদান স্থগিত করেছিল কানাডা তাদের অন্যতম। গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের হামলায় সংস্থাটির ডজনখানেক কর্মী অংশ নিয়েছিলেন বলে ইসরায়েল অভিযোগ তোলার পর এই সিদ্ধান্ত নেয় দেশগুলো।

কিন্তু এ মাসের গোড়ার দিকে হুসেন ঘোষণা দেন যে, অটোয়া ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ংার ইস্টে (ইউএনআরডব্লিউএ) নির্ধারিত অর্থ পরিশোধ করবে। অভিযোগের ব্যাপারে অন্তবর্তী প্রতিবেদন পর্যালোচনার পর এই ঘোষণা দেন তিনি।

- Advertisement -

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের সঙ্গে হুসেনের বৈঠকের দুই সপ্তাহ পর এই সিদ্ধান্ত এল। অটোয়ার প্রতি যুক্তরাষ্ট্রের দূত ইউনআরডব্লিউএর সঙ্গে সম্পর্ক ছিন্ন না করতে অটোয়ার প্রতি আহ্বান জানান। কারণ, সংস্থাটি সবার পরিচিত।
দ্য কানাডিয়ান প্রেসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আহমেদ হুসেন বলেন, মার্কিন দূত আমাদেরকে ইউএনআরডব্লিউএর সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে ইউএনআরডব্লিউএকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অনুরোধ করেছেন।
কয়েক বছর ধরেই ইউএনআরডব্লিউএতে সবচেয়ে বেশি তহবিল দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ২০২২ সালেই তারা সংস্থাটির মাধ্যমে ৩৪ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছে।

অভিযোগের পর ২৬ জানুয়ারি তহবিল প্রত্যাহার করে তারা। হুসেন বলেন, কানাডা এপ্রিলে প্রতিশ্রুত আড়াই কোটি ডলার সংস্থাটিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির সংস্কার ও বর্ধিত জবাবদিহিতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এই সিদ্ধান্ত নেওয়ার আরও একটি কারণ হলো গাজা ভূখ-ে মানবিক পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। এবং ত্রাণ সহায়তার জরুরি প্রয়োজন। এই অঞ্চলে ত্রাণের মেরুদ- হচ্ছে ইউএনআরডব্লিউএ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.