রবিবার, মে ৫, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

কিছু কানাডিয়ান পরিবার শিশুপ্রতি ৬২০ ডলার পাচ্ছে

- Advertisement -
কানাডা চাইল্ড বেনিফিটের (সিসিবি) কিস্তি বাবদ ১৯ এপ্রিল থেকে কানাডিয়ার পরিবারগুলোর পকেটে অর্থ ঢুকেছে

কানাডা চাইল্ড বেনিফিটের (সিসিবি) কিস্তি বাবদ ১৯ এপ্রিল থেকে কানাডিয়ার পরিবারগুলোর পকেটে অর্থ ঢুকেছে। শিশুর লালন-পালনে হিমশিম খাওয়া নি¤œ ও মধ্যম আয়ের পরিবারগুলোকে সহায়তাই ফেডারেল সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য।

১৮ বছরের কম বয়সী শিশুদের প্রাথমিক কেয়ারগিভার কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা অথবা শরনার্থীরা ১০১৬ সালে চালু হওয়া এই কর্মসূচির সুবিধাভোগী। কর-অযোগ্য মাসিক এই অর্থ দেওয়া হচ্ছে পরিবারের নিট আয় ও সন্তানের সংখ্যার ভিত্তিতে। যেসব পরিবারের সমন্বিত নিট আয় বছরে ৩৪ হাজার ৮৬৩ ডলারের নিচে তারা শিশুপ্রতি সর্বোচ্চ অর্থ পাবে।

- Advertisement -

ছয় বছরের কম বয়সী শিশুপ্রতি আবেদনকারী পরিবার বার্ষিক ৭ হাজার ৪৩৭ ডলার পর্যন্ত পাবে। আর শিশুর বয়স ছয় থেকে ১৭ বছরের মধ্যে হলে শিশুপ্রতি পাবে ৬ হাজার ২৭৫ ডলার। এর অর্থ দাঁড়ায় কম বয়সী শিশুর জন্য পাওয়া যাবে মাসিক ৬১৯ দশমিক ৭৫ ডলার এবং বেশি বয়সী শিশুদের জন্য পাওয়া মাসে ৫২২ দশমিক ৯১ ডলার।

প্রতি বছর জুলাই এই সুবিধার পুনঃহিসাব করা হয় এবং অতি সম্প্রতি মুল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এর পরিমাণ ৬ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে।
এই সুবিধার জন্য আবেদনকারী শিশুর জন্ম সনদের মাধ্যমে আবেদন করতে পারবেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.