শনিবার, মে ৪, ২০২৪
15.8 C
Toronto

Latest Posts

মেট্রোলিংক্সে সন্তুষ্ট নয় ৬০% টরন্টোবাসী

- Advertisement -
মেট্রোলিংক্স যা করছে তাকে সমর্থন করেন না প্রতি তিনজনের মধ্যে দুইজন টরন্টোবাসী। লিয়াজোঁ স্ট্র্যাটেজির সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে

মেট্রোলিংক্স যা করছে তাকে সমর্থন করেন না প্রতি তিনজনের মধ্যে দুইজন টরন্টোবাসী। লিয়াজোঁ স্ট্র্যাটেজির সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

নতুন এই সমীক্ষা অনুযায়ী, গ্রেটার টরন্টো এরিয়ার ট্রানজিট গড়ে তোলা ও সমন্বয়ের যে দায়িত্ব প্রাদেশিক সংস্থাটির ওপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারছে না বলে জানিয়েছেন ৬০ শতাংশ টরন্টোবাসী।

- Advertisement -

অন্যান্য যে দায়িত্ব সংস্থাটির ওপর অর্পিত হয়েছে তার মধ্যে রয়েছে সমস্যাপূর্ণ এগলিন্টন ক্রসটাউন লাইট রেল লাইন নির্মাণ। ক্রসলাইনটি সীমাহীন বিলম্বের মধ্যে রয়েছে এবং গত ফলে মেট্রোলিংক্স জানায়, নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকল্পটি সমাপ্তের আর কোনো তারিখ তারা ঘোষণা করবে না। প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার ব্যয়ের লাইনটির নির্মাণকাজ ২০১১ সালে শুরু হয় এবং ২০২০ সালের মধ্যে এটি সম্পন্ন হওয়ার কথা ছিল।

গত মাসের সর্বশেষ হালনাগাদ তথ্যে মেট্রোলিংক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিল ভ্যার্স্টার বলেন, প্রকল্পের বড় যেসব কাজ রয়েছে তার সবগুলোই এখন শেষ হয়েছে। সমফটওয়্যার সমস্যা ও মান নিশ্চিতকরণ লাইনটি উন্মুক্ত করার ক্ষেত্রে এখন প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
গত বছল ৮ লাখ ৩৮ হাজার বেতন নিয়ে অন্টারিওর সাম্প্রতিক সানশাইন লিস্টে ভ্যার্স্টার রয়েছেন অষ্টম স্থানে। ক্রসটাউন বিলম্ব নিয়ে এনডিপি তার অপসারণ দাবি করেছে। কিন্তু সরকার তার পক্ষে অবস্থান নিয়েছে। তারা বলেছে, এটা একটি জটিল প্রকল্প। তার চুক্তির মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এ বছরের গোড়ার দিকে কমে যাওয়ার পর টরন্টো মেয়র অলিভিয়া চাউয়ের সমর্থন বর্তমানে স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। সমীক্ষায় অংশ নেওয়া ৫২ শতাংশ টরন্টোবাসী চাউয়ের কাজের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। যদিও এই সমর্থন গত মার্চের তুলনায় ১ শতাংশীয় পয়েন্ট কম। যারা তার কাজে সন্তুষ্ট নন তাদের হারও ১ শতাংশীয় পয়েন্ট কমে ৩৯ শতাংশে নেমে এসেছে।

গত গ্রীষ্মে জন টরির স্থলাভিষিক্ত হওয়ার পর প্রথম কয়েক মাসে চাউয়ের কাজের প্রতি সন্তুষ্ট ছিলেন ৭০ শতাংশের বেশি টরন্টোবাসী। গত ফেব্রুয়ারিতে বাড়ির মালিকদের সম্পত্তির ওপর ৯ দশমিক ৫ শতাংশ কর বৃদ্ধি অনুমোদন করার পর তার সমর্থন তলানিতে পৌঁছায়।

টরন্টোর প্রতি সমর্থন সবচেয়ে বেশি রয়েছে ডাউনটাউন ও নর্থ ইয়র্কে। ডাউনটাউনের ৫৮ শতাংশ ও নর্থ ইয়র্কের ৫৫ শতাংশ টরন্টোবাসী তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। তবে ইটোবিকোকের মাত্র ৩৮ শতাংশ এবং স্কারবোরোর ৪৭ শতাংশ বাসিন্দা তার প্রতি সমর্থন জানিয়েছেন।
দৈবচয়ন পদ্ধতিতে ১৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৮১৬ জন টরন্টোবাসীর ওপর সমীক্ষাটি চালানো হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.