রবিবার, মে ৫, ২০২৪
12.6 C
Toronto

Latest Posts

শীতের পর কীভাবে আপনার লন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন

- Advertisement -
শীতে আপনার বাড়ির সামনের লনের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা

শীতে আপনার বাড়ির সামনের লনের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে সহজ কিছু সংস্কারের চর্চার মধ্য দিয়ে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা।

প্রথম পদক্ষেপটি হলো শীত পরিস্থিতির পর যে ধ্বংসাবশেষ পড়ে থাকে তা পরিস্কার করা। কনজ্যুমার রিপোর্টসের পল হোপ বলেন, বসন্তে ঘাস গজানোর আগেই এসব ধ্বংসাবশেষ আপনাকে অপসারণ করতে হবে। আপনার লনের কোথাও যদি পাতার পুরু স্তর তৈরি হয়ে থাকে তাহলে তা সূর্যালোক আটকে দেবে এবং ঘাসের সঠিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হবে।

- Advertisement -

গুয়েল্ফ টার্ফগ্রাস ইনস্টিটিউটের গবেষক সারা স্টিকারের মতে, আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আপনার লনে বেশি করে বীজ রোপন করা। আপনার লনের জন্য সবচেয়ে ভালো হয় এমন যেকোনো বীজই আপনি রোপন করতে পারেন। হাত দিয়ে আগাছা পরিস্কার এবং সঠিকমাত্রায় সার প্রয়োগেও সুফল মিলতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ‘নো মো মে’ শীর্ষক একটি আন্দোলন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ অবস্থায় স্টিকার কোনো বৃক্ষের এক-তৃতীয়াংশের বেশি একবারে না ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছেন। না হলে গাছের ক্ষতি হতে পারে। পলিনেটরদের জন্য ফুলের বৃদ্ধির আকাক্সক্ষা থেকে ধারণাটি এসেছে। তবে এর বিকল্পও আছে, যা থেকে একই রকম ফলাফল পাওয়া যেতে পারে।

স্টিকার বলেন, আমরা ফ্লাওয়ার পটের কথা বিবেচনা করতে বলছি। বৃদ্ধির হার অনুযায়ী লনের বৃক্ষ নিয়মিত কাটলে তা সবচেয়ে ভালোভাবে বৃদ্ধি পাবে।

কনজ্যুমার রিপোর্টস বলেছে, বৃক্ষ যাতে লম্বা হয় সেজন্য মোয়ার ডেক উঁচু করতে পারেন। কারণ, উঁচু বৃক্ষের মূল অনেক গভীর হয়ে থাকে।

কনজ্যুমার রিপোর্টসের সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে, ব্যাটারিচালিত লন মোয়ার প্রতি বছরই উন্নত হচ্ছে। অনেক মোয়ার এক ঘণ্টার বেশি চলছে। এক্ষেত্রে আপনার গ্যাস ও তেলের প্রয়োজন নেই, যা পরিবেশের জন্য ভালো। একই সঙ্গে পকেটের জন্যও ভালো।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.