শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8 C
Toronto

Latest Posts

মারখামের একটি বাড়িতে আত্মগোপনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার

- Advertisement -
বাড়ির মালিকের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি শিশুকে ব্যবহার করে মারখামের একটি বাড়িতে আত্মগেপানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাড়ির মালিকের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি শিশুকে ব্যবহার করে মারখামের একটি বাড়িতে আত্মগেপানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেকটি বাড়িতেও তিনি একই কৌশল অবলম্বন করেন বলে অভিযোগ উঠেছে।

ইয়র্ক রিজিয়নাল পুলিশ (ওয়াইআরপি) জানিয়েছে, দুপুর পৌনে ৩টার দিকে উডবাইন ও ষ্ড়োশ অ্যাভিনিউয়ের কাছে একটি বাড়িতে হাজিন হন ওই ব্যক্তি। সেখানে যাতে ঢুকতে পারেন সেজন্য একটি শিশুকে ব্যবহার করেন তিনি। কিন্তু অভিযোগকারী তার ওই কৌশল সম্পর্কে অবগত ছিলেন।

- Advertisement -

ওই সন্দেহভাজনের অবস্থান পরে শনাক্ত করে তাকে হেফাজতে নেওয়া হয়। ওশোয়ার বাসিন্দা ২৩ বছর বয়সী ইভাদার পাদুরের বিরুদ্ধে জোরপূর্বক ঘরে ঢোকার তিন কাউন্ট অভিযোগ আনা হয়েছে। তবে শিশুটির বয়স ১২ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ওই শিশুর সম্পর্ক কী তা-ও প্রকাশ করেনি পুলিশ।

১৪ ডিসেম্বর উডবাইন অ্যাভিনিউয়ের পূর্বে ষোড়শ অ্যাভিনিউ ও রডিক রোড এলাকায় একই ধরনের একটি ঘটনার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। ভিডিওতে দেখা যায়, বাড়ির মালিক সামনের দরজায় কেউ একজনের সঙ্গে কথা বলছেন। পুলিশ ভিডিওতে তাদের মুখ ঝাপসা করে দিয়েছে। এ সময় ১০ থেকে ১২ বছর বয়সী এক বালক দরজায় কড়া নাড়ে এবং বাড়ির মালিককে জানায়, তার বলটি সীমানা পেরিয়ে এই বাড়ির ব্যাকইয়ার্ডে ঢুকে পড়েছে এবং সেটি ফেরত পেতে তার সাহায্য প্রয়োজন।

এরপর বাড়ির বাসিন্দা বালকটিকে নিয়ে ব্যাকইয়ার্ডে বল খুঁজতে যান। এই ফাঁকে আরেকজন দরজা খুলে ভেতরে ঢুকে যান। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে প্রত্যেক কক্ষ পরীক্ষা করেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি গোপন কোনো স্থানে লুকিয়ে ছিলেন এবং বাড়ির মালিক যখন বালকটিকে নিয়ে ব্যাকইয়ার্ডে যান ঠিক সেই সময় কোনোভাবে হামগুড়ি দিয়ে ভেতরে চলে আসেন। বলটি না পেয়ে বালকটি সেখান থেকে সটকে পড়ে।

বাড়ির বাসিন্দা যখন ভেতরে প্রবেশ করেন তখনও সন্দেহভাজন ব্যক্তি উপরের তলায় ছিলেন। বাসিন্দা চলে যাওয়া পর্যন্ত তিনি সেখানেই লুকিয়ে থাকেন। ওই ব্যক্তি পার্স থেকে কিছু নগদ অর্থ চুরি করতে সক্ষম হন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.