শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
8 C
Toronto

Latest Posts

এক প্রার্থীর কান্ড

- Advertisement -
আলোচনায় রয়েছেন এডওয়ার্ড গঙ্গ

পছন্দের মেয়র বেছে নিতে কদিন পরই ভোট দেবেন টরন্টোবাসী। ভোটের দিন যত ঘনিয়ে আসছে অলিভিয়া চাউ, মার্ক সন্ডারস এবং অ্যান্থনি ফারের মতো প্রার্থীরা প্রচারণা তত জোরদার করছেন। এর মধ্যেও আলোচনায় রয়েছেন আরেকজন প্রার্থী এডওয়ার্ড গঙ্গ। তবে অন্য কারণে।

নাম ও ছবি ছাড়াও ‘ভোট#৪৪’ লেখাটিও শোভা পাচ্ছে তার সাইনে। এটা দ্বারা তিনি ব্যালটে তার নাম্বারটি জানান দিতে চাইছেন। সেই সঙ্গে রয়েছে তার শ্লোগানওÑ‘হেয়ার টু রেসকিউ টরন্টো’। এ নিয়ে সমালোচনাও কম কুড়াননি গঙ্গ শাও হুয়া নামের ওই প্রার্থী। একজন রেডিটর লিখেছেন, এটাকে বাড়াবাড়ি মনে হচ্ছে। আমি নির্বাচনের প্রচারণার গুরুত্ব বুঝি। তবে এক্ষেত্রে সেই উদ্দেশের হচ্ছে তার উল্টোটা ঘটছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি।

- Advertisement -

অনেকেই একে গঙ্গ শো হিসেবে আখ্যায়িত করেছেন। টরন্টো সানের পক্ষ থেকে এ ব্যাপারে সাক্ষাৎকার চাওয়া হলে গঙ্গ কিংবা তার ব্যবস্থাপক পলি মিলার কেউই কোনো সাড়গা দেননি।

একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, এত কিছুর পরও গঙ্গ শাও জিয়াও জিতে জিতে যান তাহলে কী হবে?

গঙ্গের প্রচারণা শিবিরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি একজন উদ্যোক্তা, পরিচালক, শিল্পী, সাংবাদিক ও কর্পোরেট স্ট্্র্যাটেজিক প্ল্যানার। একই সঙ্গে তিনি কুইন’স গোল্ড মেডেল গ্রহীতাও । টরন্টোর পরবর্তী মেয়র নির্বাচিত হলে তার বড় লক্ষ্য রয়েছে।

নির্বাচিত হলে তিনি বাড়িপ্রতি এক হাজার কর কমাবেন। সেই সঙ্গে বিশেষ টিটিসি এবং এক হাজার নতুন কর্মকর্তার সমন্বয়ে স্কুল পুলিশ গঠন করবেন। এলিমেন্টারি ও সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের দুপুরের খাবার বাবদ দৈনিক ৬ ডলার ভর্তুকি প্রদানের কথাও ঘোষণা করেছেন তিনি। এ ছাড়া ৫৫ বছরের বেশি ও ১৮ বছরের কম বয়সীদের বিনা ভাড়ায় টিটিসিতে ভ্রমণের সুযোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি।

গঙ্গের কোম্পানি এডওয়ার্ড ইন্টারন্যাশনাল গ্রুপ ইনকর্পোরেশনের কর্মকা- নিয়ে দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে অন্টারিও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (ওএসসি)।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.