
গত নভেম্বরে প্রথমবারের মতো ১৬ বছর বয়সী এইডেন চেজকে উদ্দেশ্য করে এন-শব্দটি ব্যবহার করা হয়
বাইরেসাল এক তরুণ ও তার মা হকি কুইবেকের বিরুদ্ধে প্রদেশের হিউম্যান রাইটস অ্যান্ড ইয়ুথ কমিশনে মামলা করতে যাচ্ছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত হকি খেলার সময় এক ঘটনায় এই মামলা করছে তারা। তাদের বিশ^াস, কনিষ্ঠ খেলোয়াড়দের উদ্দেশ্যে চলা কৃষ্ণাঙ্গ বিরোধী বর্ণবাদ রুখতে যা প্রয়োজন তা করছে না হকি কুইবেক।
গত নভেম্বরে প্রথমবারের মতো ১৬ বছর বয়সী এইডেন চেজকে উদ্দেশ্য করে এন-শব্দটি ব্যবহার করা হয়। তার মা লোরিয়ে ফিলিপস বলেন, সে নিজে এটা শোনেনি। কিন্তু তার সহখেলোয়াড়রা শোনে এবং বিষয়টি তারা রেফারিকে জানায়। কিন্তু রেফারি তাতে কোনো কর্ণপাত করেননি এবং এ নিয়ে আর কিছু হয়নি।
এক মাস পর একই দলকে একই ঘটনা আবারও ঘটে এবং এ নিয়ে খেলোয়াড় ও কোচদের মধ্যে বিত-া হয়। এ ঘটনার পর একটি তদন্ত পরিচালনা করা হয় এবং অপমানসূচক শব্দ ব্যবহারকারী খেলোয়াড়কে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
ফিলিপস বলেন, ওই খেলোয়াড় এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে এবং দাবি করে যে, এ ধরনের কোনো কথা সে বলেনি। সুতরাং, এইডেনকে শুনানিতে ডাকা হয় এবং আমিও সেখানে উপস্থিত হই।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত অনলাইন শুনানিতে একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দেওয়ার সময় দুইবার এন-শব্দ ব্যবহার করে। এইডেন চেজ জানায়, প্রথমবার যখন শুনি তখন তেমন কিছু মনে হয়নি। কিন্তু এটি দ্বিতীয়বারও বলা হয়। এরপর আমার মা কিছু একটা বলার সিদ্ধান্ত নেন। কারণ, বোর্ডের কেউই এ ব্যাপারে কিছু বলছেন না।
শুনানির পর ওই খেলোয়াড়ের নিষেধাজ্ঞা পাঁচ ম্যাচে কমিয়ে আনা হয়। এতে অসন্তুষ্ট হয়ে আরও পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে চেজ এবং তার মা হকি কুইবেকে চিঠি লেখেন। ফিলিপস বলেন, এর যে জবাব আমরা পেয়েছি তা যথেষ্ট নয়। এ কারণেই আমরা মামলার সিদ্ধান্তে পৌঁছেছি।
সেন্টার ফর রিসার্চ অ্যাকশন অন রেস রিলেশন্স (সিআরএআরআর) এখন চেজ ও তার মাকে হিউম্যান রাইটস অ্যান্ড ইয়ুথ রাইটসন কমিশনে হকি কুইবেকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সহায়তা করবে। সংস্থাটি ব্যবস্থায় পরিবর্তনের বিষয়টি স্বীকার করে সে লক্ষ্য থেকেই এই অভিযোগ দায়ের।
সিআরএআরআরের নির্বাহী পরিচালক ফো নিয়েমি বলেন, কোথায় কোথায় বিচ্যুতি রয়েছে এবং এর প্রতিকার কী হতে পারে সে ব্যাপারে একটা ধারণা দেবো আমরা।