বুধবার, মে ১, ২০২৪
7.7 C
Toronto

Latest Posts

এক বাড়ি মালিকের প্রতি টরন্টো হাইড্রোর অন্যায্য আচরণ

- Advertisement -
পার্কিং লটের নিচে লুকিয়ে রাখা একটি ইলেক্ট্রিসিটি ভল্ট মেরামত বাবদ ২০ হাজার দাবি করে ওই বাড়ি মালিকের প্রতি অন্যায় আচরণ করেছে টরন্টো হাইড্রো

পার্কিং লটের নিচে লুকিয়ে রাখা একটি ইলেক্ট্রিসিটি ভল্ট মেরামত বাবদ ২০ হাজার দাবি করে ওই বাড়ি মালিকের প্রতি অন্যায় আচরণ করেছে টরন্টো হাইড্রো। নগরীর ন্যায়পাল এমনটাই জানিয়েছেন।

টরন্টোর ন্যায়পাল কুয়ামে আডোর ১২ এপ্রিল প্রকাশ করা তদন্তে প্রতিবেদন অনুযায়ী, ১৯৮০ সালে একটি প্লাজার মধ্যে ইউনিটটি ক্রয় করেন অভিযোগদাতা এবং বাড়িটিতে যে একটি ট্রান্সফরমার রয়েছে সে ব্যাপারে তিনি অবগত ছিলেন না। ট্রান্সফরমারটি ছিল পার্কিং লটে মাটির নিচে রাখা একটি ভল্টের মধ্যে।

- Advertisement -

২০১৫ সালে টরন্টো হাইড্রো তাকে অবহিত করে যে, ভল্টটি মেরামতের প্রয়োজন এবং এজন্য খরচ হবে ২০ হাজার ডলার। আডো উল্লেখ করেন যে, এই পরিমাণ অর্থ বাড়ির মালিকের বার্ষিক আয়ের প্রায় অর্ধেক। কোনো ধরনের ইঙ্গিত, লিখিত চুক্তি ছিল না, যার মাধ্যমে বাড়িটি ক্রয়ের আগে ভল্ট থাকার বিষয়টি তিনি জানতে পারতেন। বাড়িটি ক্রয়ের মাধ্যমে তিনি মাটির নিচে থাকা ভল্টেরও যে তিনি মালিক হবেন সেটাও কেউ তাকে বলেনি। পাশাপাশি এটি রক্ষণাবেক্ষণেরও দায়িত্ব বর্তাবে তার ওপর।

বাড়ির মালিক তার উদ্বেগের কথা অন্টারিও অ্যানার্জি বোর্ডকে জানান, যাতে করে বিষয়টি নিয়ে অধিকতর পর্যালোচনা করা হয়। তবে অন্টারিও অ্যানার্জি বোর্ডও টরন্টো হাইড্রোর পক্ষেই রয়েছে। ২০২২ সালের আগস্টে তিনি নগরীর ন্যায়পালের কাছে অভিযোগ করেন।

আডো জানান, টরন্টো হাইড্রো তার কার্যালয়ের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছে এবং একাধিক প্রতিবন্ধকতা তার পর্যালোচনায় বিঘœ সৃষ্টি করেছে।

টরন্টো হাইড্রো যুক্তি তুলে ধরে বলেছে, বাড়িটি ক্রয়ের সময়ই ক্রেতা বা তার আইনি প্রতিনিধির উচিত ছিল সঠিকভাবে কাজটি করা।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.