
ব্রাউনিস প্রোগ্রামের জন্য প্রাথমিকভাবে দুটি নাম প্রস্তাব করেছে গার্ল গাইডস কানাডা। এগুলো হলো কমেটস ও এম্বারস। এর মধ্য থেকে একটি বেছে নিতে ভোট দেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত মাসে সংস্থাটি এর সদস্যদের জানায়, জাতিগত গার্ল গাইডসের ক্ষতির কারণ হওয়ায় সাত ও আট বছরের মেয়েদের প্রোগ্রামের নাম তারা বদলাতে চায়। কেবলমাত্র নামের কারণে কৃষ্ণাঙ্গ কানাডিয়ান, আদিবাসী নাগরিক ও অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজন গ্রোপ্রামটি এড়িয়ে যেতে চান অথবা অংশ নিতে বিলম্ব করেন।
প্রস্তাবিত দুটি নামের মধ্যে একটি বেছে নিতে ভোট দেওয়ার জন্য বৃহস্পতিবার পাঠানো ইমেইলে সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইমেইলে বলা হয়েছে, কমেট নামটি বেছে নেওয়ার কারণ তারা সাহসের সঙ্গে মহাকাশে বিচরণ করে, যা আমাদের অনুপ্রেরণা জোগায়। এম্বারস নামটি বেছে নেওয়ার কারণ তারা ছোট এবং সম্ভাবনায় ভরপুর, যা শক্তিশালী স্ফুলিঙ্গ প্রজ্জ্বালনে সক্ষম।
গার্ল গাইডস বলেছে, ১৩ ডিসেম্বর পর্যন্ত সদস্যরা ভোট দিতে পারবেন এবং জানুয়ারির শেষ দিকে নতুন নাম ঘোষণা করা হবে।