শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
9.5 C
Toronto

Latest Posts

মুভিং কোম্পানি প্রতারণায় আরও শতাধিক অভিযোগ দায়ের

- Advertisement -
ছবি/মার্কুজ স্পাইক

মুভিং কোম্পানি প্রতারণা জড়িত থাকার সন্দেহে তিন ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আরও শতাধিক অভিযোগ দায়ের করা হচ্ছে এবং চতুর্থ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বেশ কয়েকটি বাজেট মুভিং কোম্পানিতে তদন্তশেষে জুনে দুইজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তারের কথা জানায় টরন্টো পুলিশ। দুইজন ব্যক্তি বিভিন্ন নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এগুলো হলো মুভ মি এগেইন ট্রান্সপোর্টেশন ইনকর্পোরেশন, অল ইউ ক্যান মুভ, কানাডিয়ান প্রিন্সিপাল মুভারস, সেফবাউন্ড অ্যান্ড স্টোরেজ এবং ও’কানাডা মুভারস। মুভিং কোম্পানিগুলোর সেবা নিতে গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করেন এবং প্রাথমিকভাবে কম মূল্যে সেবার প্রতিশ্রুতি দেয়। যদিও পণ্যসামগ্রী গাড়িতে ওঠানোর পর গ্রাহকদের চূড়ান্ত মূল্যের কোনো কাগজপত্র সরবরাহ করা হয় না।

- Advertisement -

পুলিশ বলছে, পণ্যসামগ্রী গাড়িতে ওঠানোর কিছুক্ষণ পরই কোম্পানির একজন কর্মী গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান যে, সেবার মূল্য উদ্ধৃত মূল্যের চেয়ে হাজার ডলার বেশি। তারা যদি সমুদয় অর্থ পরিশোধ না করেন তাহলে জিনিসপত্র বিক্রি করে তা আদায় করা হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একজন আইনজীবীও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানান যে, সেবার মাশুল পরিশোধ না করে জিনিসপত্র ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। অনেক ক্ষেত্রে কোম্পানির মালিক ও কর্মীরা কিছু বা সমুদয় জিনিসপত্র চুরি বা সরিয়ে ফেলেন।

এসব ঘটনার তদন্তশেষে জুনে ৩০ বছর বয়সী সেমাল ওজটার্ক, ২৯ বছর বয়সী ডোগান সেলিক ও ২৭ বছর বয়সী আমেথিস্ট জোন্সকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে অতিরিক্ত ২৬৩টি অভিযোগ আনা হচ্ছে। অভিযোগের মধ্যে রয়েছে ৫ হাজার ডলার প্রতারণার ৭২ কাউন্ট, ৫ হাজার প্রতারণার চেষ্টার ৭২ কাউন্ট, ৫ হাজার ডলারের বেশি প্রতারণার ২৮ কাউন্ট এবং ৫ হাজার ডলারের বেশি সম্পদ্ সরিয়ে ফেলার ২৯ কাউন্ট।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আগাথা স্মল নামে ৫৫ বছর বয়সী আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে এবং আগামী মাসে তার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এছাড়া গ্রাহকদের সব পণ্যসামগ্রী চিহ্নিত করে উপযুক্ত মালিকদের কাছে সেগুলো ফেরত দেওয়া হয়েছে। এ কাজে সহায়তার জন্য জনগণকেও ধন্যবাদ জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কারো কাছে আরও কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৪১০০ নাম্বারে তদন্তকারীদের সঙ্গে যোগাযোগের জন্যও জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.