
গত মার্চে বিনা উস্কানিতে মিসিসোগার একটি মসজিদে হামলাকে সন্ত্রাসী কর্মকা- বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা। ওই হামলার ঘটনায় ২৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
পিল পুলিশের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, মোহাম্মদ মইজ ওমরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগের শুনানি শুরু করার ব্যাপারে পাবলিক প্রসিকিউশন সার্ভিসের উপ পরিচালক এবং অ্যাটর্নি জেনারেল মন্ত্রণালয়ের সহকারি উপ মহাপরিচালক সম্মত হয়েছেন।
তার বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগ সশস্ত্র হামলা সংক্রান্ত। গত ৯ মার্চ ফজরের নামাজের সময় দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারের মুসল্লিদের উদ্দেশ্য করে হামলা চালানো হয়। পুলিশের অভিযোগ, ওমর মসজিদের মধ্যে প্রবেশ করে বিয়ার স্প্রে নিক্ষেপ করে। চুরিও প্রদর্শন করে সে। মুসল্লিরা দ্রুত তাকে নিবৃত করেন এবং পরিবর্তীতে পুলিশ এসে গ্রেপ্তার করে।
পিল পুলিশ প্রধান নিশান দুরাইয়াপ্পাহ বুধবার এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা আমাদের কমিউনিটির মৌলিক অধিকার এবং তারা এটা আশা করে। কেউ আমাদের কমিউনিটির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাকে বিচারের আওতায় আনা হবে। এই ঘটনা দার-আল-তাওহিদ ইসলামিক সেন্টারের সদস্যদের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। কোনো ধরনের ভয় ছাড়াই শান্তিপূর্ণভাবে জমায়েত আকাক্সক্ষা জনগণ করতেই পারে। আমাদের কমিউনিটিতে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান নেই। সেটা নিশ্চিত করতে আমাদের অংশীজন ও কমিউনিটির সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ পিল পুলিশ সার্ভিস।
সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগ দায়েরকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস। কাউন্সিলের আইনজীবী নুসাইবা আল-আজিম এক বিবৃতিতে বলেছেন, আমাদের উপাসানালয় এ ধরনের ঘটনা এবারই যে প্রথম ঘটলো তা নয়। মসজিদের ইমাম ইব্রাহিম হিন্দি বলেন, এই ঘটনার ন্যায় বিচারের পথে আজ প্রথম দিন।