শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
3.3 C
Toronto

Latest Posts

অলৌকিক!

- Advertisement -
ছবি/চেঞ্জ অর্গ

হাইওয়ে ৪০১ এর দুর্ঘটনাটি ছিল ভয়ঙ্কর। অন্টারিওর এক ব্যক্তিকে প্রায় আধ কিলোমিটার ঠেলে নিয়ে গিয়েছিল একটি ড্রাম্প ট্রাক। দুর্ঘটনায় পড়া ওই ব্যক্তিকেই দেখা গেলো শারীরিক কোনো আঘাত ছাড়াই হেটে বেরিয়ে আসতে।

হাম্বার রিভার হসপিটালের বাইরে শুক্রবার বিকালে ৪৭ বছর বয়সী সাইদ হোসেন বলছিলেন, খুশি। সৃষ্টিকর্তা আমাকে নতুন জীবন দেওয়ায় তার কাছে কৃতজ্ঞ।

- Advertisement -

সাঈদ হোসেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে ডাম্প ট্রাক যখন তার হোন্ডা সিভিক গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় তখন তিনি কিল স্ট্রিটের কাছে কালেক্টর লেন দিয়ে গাড়িটি চালাচ্ছিলেন। ট্রাকের আঘাত পেয়ে গাড়িটি ঘুরে যায়। এক পর্যায়ে ট্রাকটি হোসেনের গাড়িটিকে ঠেলে প্রায় আধ কিলোমিটার অর্থাৎ কোলেক্টর লেন থেকে এক্সপ্রেস লেন পর্যন্ত নিয়ে যায়। তিনি সারাক্ষণই আতঙ্কের মধ্যে ছিলেন। এটা খুব উদ্বেগের।

৪০১ মহাসড়ক ধরে আয়াক্স থেকে টরন্টোতে তার কর্মক্ষেত্রে যান হোসেন। দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। তার সিস্টার-ইন-ল বুশরা কাজমি বলেন, তার বেঁচে যাওয়াট অলৌকিক। তার ১০ বছরের একটি ছেলে আছে। দুর্ঘটনার খবরে পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যান।

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। সার্জেন্ট কেরি শিমিট বলেন, ওই অঞ্চলের অন্য গাড়ির চালকরা হর্ন বাজিয়ে ডাম্প ট্রাকের চালককে থামানোর চেষ্টা করেন এবং যখন তিনি থামেন তখন দেখেন তার গাড়ির সামনে বাম্পার ঘেঁষে একটি ব্যক্তিগত গাড়ি।

পূর্ব সতর্কতা হিসেবে কিছু পরীক্ষা-নিরীক্ষা ও সিটি স্ক্যান শেষে শুক্রবার সকালে হোসেন যখন হাসপাতাল ছাড়ছিলেন তখন তাকে ঘিরে ছিলেন তার পরিবারের উদ্বিগ্ন মুখগুলো। কাজমি বলেন, দুর্ঘটনার পর হোসেন মুষড়ে পড়েছেন। তার শরীরে কিছু ব্যথা থাকলেও কোনো হাড় ভাঙেনি বা কোনো আাঁচড়ও লাগেনি।

তিনি বেঁচে যাওয়ায় ও সুস্থ্য থাকায় পরিবারের সদস্যরা খুশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.