বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

DUAAC-এর প্রস্তুতিমূলক সভা

- Advertisement -
ঈদ পুনর্মিলনী এবং পহেলা বৈশাখ এর অনুষ্ঠানকে সার্থক করবার উদ্দেশ্যে প্রস্তুতিমূলক সভা

৯ মে সন্ধ্যা ৭টা, ১১৫ লিবভিক এভেনু এর Mentor Academy- এর ৩ এবং ৪ নম্বর ইউনিটে আগামী ২৮ মে Toronto pavilion, 190 Rail side road-এ ঈদ পুনর্মিলনী এবং পহেলা বৈশাখ এর অনুষ্ঠানকে সার্থক করবার উদ্দেশ্যে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

আগামী ২৮ মে টরেন্টো পাভেলিয়নে ঈদ পুনর্মিলনী এবং পহেলা বৈশাখ অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন Dhaka University Alumni Association Canada(DUAAC)-এর সভাপতি ব্যারিস্টার আলমগির হোসেন। সভা পরিচালনা করেন ড. মঞ্জুর মুরশেদ। আগামী সভার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন DUAAC-এর সন্মানিত উপদেষ্টা, প্রফেসর জসীম।

- Advertisement -

বক্তব্য রাখেন DUAAC-এর চেয়ারম্যান মালিহা মনসুর এবং কনভেনার জিয়া তালুকদার। সভায় অংশগ্রহণকারী সকলের গঠনমূলক বক্তব্যের মধ্যদিয়ে ২৮ মে অনুষ্ঠানের কর্মপরিকল্পনা ও দায়িত্ব বণ্টন করা।

সারাদিনের ক্লান্তি ভুলে দূরদূরান্ত থেকে আগত কানাডায় অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রাণচঞ্চল উপস্থিতি এবং আলোচনায় সকলের অংশগ্রহণ যেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর সেই মধুর ক্যান্টিনে প্রথম বর্ষের নতুন ছাত্রছাত্রীদের উন্মাদনাকে মনে করিয়ে দিল।

আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজন করা হয় খাঁটি বাঙ্গালী কায়দায় ভূরিভোজন। সভায় অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রছাত্রীদের রান্নাকরা মাছ-ভাত, মাংস-পোলাও আর চিতই পিঠা TSC ক্যান্টিনের বাঙ্গালী সংস্কৃতিকে যেন হাতছানি দিচ্ছিল। এইতো আমাদের প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত রূপ।

সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি তাঁদের পরিবার এবং অন্যান্য প্রতিষ্ঠানের বন্ধুবান্ধবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে Dhaka University Alumni Association Canada কানাডাবাসি সকলের জন্য উন্মুক্ত।

২৮ মে টরন্টো পাভেলিওনে ঈদ পুনর্মিলনী এবং পহেলা বৈশাখ এর অনুষ্ঠানকে সার্থক করতে সকলকে আমন্ত্রন জানিয়ে সভা সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.