শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
9.5 C
Toronto

Latest Posts

আফগান শরনার্থীদের আবেদন প্রক্রিয়াকরণে চ্যালেঞ্জের মুখে কানাডা

- Advertisement -
আফগানিস্তানের পরিস্থিতি হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আফগানিস্তানের পরিস্থিতি হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছেন যেসব শরনার্থী তাদের আবেদন প্রক্রিয়াকরণে কানাডা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান তিনি।

ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল সরকার ৪০ হাজার আফগান শরনার্থীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী ট্রুডো এ প্রসঙ্গে বুধবার বলেন, আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় পরিস্থিতি অবিশ^াস্যরকম কঠিন হয়ে পড়েছে। আফগানিস্তান থেকে লোকজনকে কানাডায় আনার ক্ষেত্রে তালিবানদের মধ্যে মোটেও সহযোগিতার মনোভাব নেই। ওই অঞ্চলে আমাদের অংশীদার ও বিশ^ব্যাপী আমাদের মিত্রদের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি।

- Advertisement -

সরকারের শরনার্থী কর্মসূচির শ্লথগতি ও লাল ফিতার দৌরাত্মের সমালোচনা করছেন কানাডার সামরিক মিশনে সহায়তাকারী আফগানরা। সমালোচনায় করতে দেখা যাচ্ছে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা কানাডিয়ান ভেটেরানরাও। কানাডার সশস্ত্র বাহিনীকে সহায়তা করেছিলেন যেসব আফগান তাদের সহায়তায় কাজ করছে দ্য ভেটেরান ট্রানজিশন নেটওয়ার্ক নামে একটি গ্রুপ। উদ্ধার অভিযান এ সপ্তাহে বন্ধের ঘোষণা দিয়েছে গ্রুপটি।

গ্রুপের নির্বাহী পরিচালক অলিভার থ্রোন বলেন, সঠিক পেপারওয়ার্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে আমলাতান্ত্রিক জটিলতা। একই সঙ্গে আফগানিস্তানে কনস্যুলার সেবা চালুর জন্য কানাডিয়ান সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নেটওয়ার্ক বোর্ডের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডেনিস থম্পসন বলেন, দেশ ত্যাগের ভিসা না থাকায় কানাডায় আসার যোগ্য ৭০০ আফগান নাগরিক পাকিস্তানে আটকা পড়ে আছে। দেশ ত্যাগের ভিসার শর্তে পরিবর্তন আনতে পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তার কথায়, পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার আগেই এই আলোচনা শুরু হওয়ার দরকার ছিল।

এদিকে দোভাষী, কানাডিয়ান সেনাবাহিনীর পক্ষে কাজ করা ও কানাডায় মানবিক সহায়তা প্রদানকারীসহ ৪০ হাজার আফগানকে কানাডায় স্বাগত জানানোর ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এখন পর্যন্ত ১০ হাজার ৬০০ আফগান শরনার্থী কানাডায় আসতে পেরেছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.