
অন্টারিওর মিসিসোগার মসজিদে গত মাসে হামলাকারী প্রার্থনারত মুসলিমদের হত্যা করতে চেয়েছিল বলে দাবি করেছেন মসজিদটির ইমাম। গত বৃহস্পতিবার এ অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ জন ১৯ মার্চ দার আল-তাওহিদ ইসলামিক সেন্টারে ওই ব্যক্তিকে মাটিতে চেপে ধরেন। পিল রিজিয়নাল পুলিশ না আসা পর্যন্ত তারা ওই ব্যক্তিকে ধরে রাখা হয়। ওই ঘটনায় কেউই গুরুতরভাবে আহত হননি।
মসজিদের ইমাম ইব্রাহিম হিন্দি বলেন, ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিদ্বেষী পোস্টও দেন। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত জানান নি। ওই ব্যক্তির যে মুসলিম কমিউনিটির প্রতি পুরোমাত্রায় বিদ্বেষ ছিল এটা স্পষ্ট। কমিউনিটির সদস্যদের ওপর
হামলার সময় জমায়েত মুসল্লীদের উদ্দেশে তিনি বলে সে এখানে এসেছে সন্ত্রাসীদের হত্যা করতে। ওই ব্যক্তি একজন সাবেক মুসলমান। এ ঘটনায় মুসল্লীরা আতঙ্কিত হয়ে পড়ে।
হিন্দি বলেন, তাদের অনেকেরই থেরাপি ও বিশেষজ্ঞদের কাছ থেকে মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন হয়। তাদের কারও কারও বয়স ১৩ বছরও ছিল এবং তাদের জন্য এ ঘটনাটি রীতিমতো দুঃস্বপ্ন।
মোহাম্মদ মইজ নামে ২৪ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে সশস্ত্র হামলাসহ অনেকের জীবনকে হুমকিতে ফেলে দেওয়ার বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।