সোমবার, মে ৬, ২০২৪
17.1 C
Toronto

Latest Posts

মরি ডসন আর নেই

- Advertisement -
মেরি ডসন

কানাডার প্রথম কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ও এথিকস কমিশনার মেরি ডসন মারা গেছেন। বিরল ধরনের থাইরয়েড ক্যান্সারে ২৪ ডিসেম্বর ৮১ বছর বয়সে প্রয়াত হন তিনি।

পেশায় আইনজীবী ডসন সরকারি চাকরিতে ঢোকেন ১৯৬৭ সালে একজন গবেষক হিসেবে। এর এক বছর পর তিনি বিচার বিভাগে নিয়োগ পান। এই বিভাগে কাজের সময় তিনি অ্যাকসেস টু ইনফরমেশন অ্যাক্ট, প্রাইভেসি অ্যাক্ট, দ্য কানাডা হেলথ অ্যাক্ট এবং দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টের খসড়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

- Advertisement -

পুত্র ডেভ ডসন বলেন, তিনি ছিলেন খুবই নিখুঁত মানুষ। যেটা তিনি গুরুত্ব দিতেন সেই কাজটাই তিনি হাতে নিতেন।
মেরি ডসন সবচেয়ে বেশি গর্ববোধ করতেন কনিস্টিটিউশন অ্যাক্ট, ১৯৮২ এর খসড়া তৈরিতে তার ভূমিকার কারণে। মৃত্যুর কয়েক বছর আগে তিনি এমনটাই বলেছিলেন।

বিচার বিভাগ থেকে ২০০৫ সালে অবসর নেন মেরি ডসন। ১৯৮৮ সাল থেকে সেখানে অ্যাসোসিয়েট ডেপুটি মিনিস্টারের দায়িত্ব পালন করেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.