রবিবার, মে ৫, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

স্পিডিং টিকিটের বিরুদ্ধে চালকের আদালতে যাওয়ার ক্ষমতা কেড়ে নেওয়ার পক্ষে মেয়র

- Advertisement -
স্পিডিং টিকিটের বিরুদ্ধে চালকের প্রাদেশিক আদালতে চ্যালেঞ্জ করার ক্ষমতা কেড়ে নেওয়ার যে সুপারিশ করা হয়েছে তাকে সমর্থন জানিয়েছেণ টরন্টো মেয়র অলিভিয়া চাউ

স্পিডিং টিকিটের বিরুদ্ধে চালকের প্রাদেশিক আদালতে চ্যালেঞ্জ করার ক্ষমতা কেড়ে নেওয়ার যে সুপারিশ করা হয়েছে তাকে সমর্থন জানিয়েছেণ টরন্টো মেয়র অলিভিয়া চাউ। ৬ জানুয়ারি এক অনুষ্ঠানে তিনি বলেন, আপনি যদি অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়েছেন তো চালিয়েছেন। এর বিরুদ্ধে লড়াইয়ে খুব বেশি কিছু করতে পারবেন না আপনি।

সিটির অবকাঠামো ও পরিবেশ কমিটি একটি প্রতিবেদন বিবেচনা করতে যাচ্ছে। প্রতিবেদনে রেড লাইট ক্যামেরা বা অটোমেটেড স্পিড এনফোর্সমেন্ট ক্যামেরা কোনো চালকের নামে টিকিট ইস্যু করলে তিনি আর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারবেন না। এর পরিবর্তে ওই ব্যক্তিদের শুনানি কর্মকর্তাদের নেতৃত্বাধীন প্রশাসনিক পেনাল্টি সিস্টেমে পাঠিয়ে দেওয়া হবে। পার্কিং টিকিটের ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।

- Advertisement -

সিটি কর্মীরা বলছেন, এটা প্রাদেশিক বিচার ব্যবস্থার ওপর থেকে চাপ কিছুটা হলেও কমিয়ে আনবে। এমনিতেই আদালতে মামলার স্তুূপ জমে আছে। সেই সঙ্গে নগরী তার ভিশন জিরো প্রতিশ্রুতির দিকেও এক ধাপ এগিয়ে যাবে। এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু ও জখম কমিয়ে আনা।

কাউন্সিল সম্প্রতি তার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্পিড এনফোর্সমেন্ট ক্যামেরার সংখ্যা ১৫০টিতে উন্নীত করা সংক্রান্ত এক নির্দেশিকা অনুমোদন করেছে। মেয়র অলিভিয়া চাউ সিটিভি নিউজ টরন্টোকে বলেন, আইন লঙ্ঘনে চালকদের নিবৃত্ত করতে স্পিড ক্যামেরা সহায়তা করবে। টরন্টোর প্রত্যেকের জন্য এটা অনেক বেশি নিরাপদ সড়ক তৈরি করবে। এটা জীবন রক্ষা করার উদ্যোগ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.