রবিবার, মে ৫, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর ক্যারাম বোর্ড টুর্নামেন্ট

- Advertisement -

গত ২৬ নভেম্বর রবিবার ২৬৭০ ড্যানফোর্থে অবস্হিত বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হলো জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে আয়োজিত ক্যারাম বোর্ড টুর্নামেন্ট । জি.টি.এর বিভিন্ন স্হান থেকে আগত খেলোয়ার ও দর্শকদের উপস্হিতিতে টরন্টোর বাংলাদেশ সেন্টারে পরিণত হয় ক্যারামবোর্ডপ্রেমীদের একটি মিলন মেলায়। ডাবলস এই টুর্নামেন্টে মোট ১৬টি দল ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুইটি দল কোয়ার্টার ফাইন্যালে উন্নীত হয়। টুর্ণামেন্টের প্রায় প্রতিটি খেলাই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ -বিপুল সংখ্যক দর্শকের উপস্হিতি টুর্ণামেন্টে এনে দেয় ভিন্ন ধরণের একটি আমেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইন্যালে সঞ্জীব রায় এবং শামসুল আলম রিয়াজ জুটিকে পরাজিত করে জবরুল ইসলাম এবং রাজ জুটি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

- Advertisement -

কানন আহমেদ এবং মুন্না জুটি তৃতীয় স্হান অর্জন করেন। টুর্নামেন্ট জুড়ে দূর্দান্ত খেলার পুরষ্কার হিসাবে এডজুডিকেটরদের বিচারে রাজ প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সম্মানিত স্পন্সর বিবেক সেন এবং এজাজ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী (রনি), সারওয়ার আহমেদ, দুলাল চৌধুরী, মকবুল হোসেন, আসজাদ বখত চৌধুরী, হোসেইন আহমেদ লনি, ফারুক আহমেদ, রাসেল আহমেদ, মনসুর আহমেদ, মেহেদী চৌধুরী ও ইলিয়াছ খান। এছাড়াও উপস্হিত ছিলেন আহাদ খন্দকার, রেশাদ চৌধুরী, মিজান চৌধুরী, দেবব্রত দে ( তমাল), ইঞ্জিনিয়ার নওশের আলী, ফয়জুল করিম, সাংবাদিক দীন ইসলাম, আরিফ আহমেদ, মঈন চৌধুরী, শরীফ আলী, তামীম চৌধুরী সহ আরো আনেকে।

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী, মেহেদী চৌধুরী, আবু জহির শাকিব, রাসেল আহমেদ, মনসুর আহমেদ, হাসান তারেক ইমাম, সঞ্জীব রায় এবং আসজাদ বখত চৌধুরী। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়ার এবং উপস্হিত দর্শকমন্ডলীকে আন্তরিক ধন্যবাদ। অনুষ্ঠানের স্পন্সর রিয়েলটর বিবেক সেন, এজাজ চৌধুরী (আর.সি.আই.সি), আনিকা সাফায়ার (আর.সি.আই.সি) এবং জুবায়ের আহমেদ (সি.পি.এ) এর প্রতি কৃতজ্ঞতা- তাদের সহায়তা ছাড়া এই অনুষ্ঠানের আয়োজন সম্ভব হতনা। প্রেস বিজ্ঞপ্তি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.