রবিবার, মে ৫, ২০২৪
10.8 C
Toronto

Latest Posts

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন কানাডার জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

- Advertisement -

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনকের বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ছিল জমজমাট ও আনন্দে ভরপুর। গত রোববার ১৪৬৮ ভিক্টোরিয়া পার্ক এভিনিউয়ের জে এন্ড জে ব্যান্কুয়েট মিলনায়তনের এই অনুষ্ঠান নাচ, গান, কবিতা, নাটিকা ও মুখরোচক খাবারে বিপুল সংখ্যক সদস্য মুগ্ধ ও আনন্দিত হয়। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা মিলে নেচে গেয়ে একাকার। ভাবখানা এমন, কিশোর কুমারের গানের মতই, ‘এই রাত তোমার, আমার’।

- Advertisement -

বড় পর্দায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভিডিও ফুটেজের পাশাপাশি মঞ্চে নানা পরিবেশনায় এমনই অনুভূত হয়েছে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসই অনুষ্ঠান হচ্ছে । বাংলাদেশে ও কানাডার জাতীয় সংগীত দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এরপর বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের বিশাল কেক কাটা হয়। সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরীর সঞ্চালনায় সভাপতি ড. হুমায়ুন কবির, সহ সভাপতিদ্বয় সাজ্জাদ হোসেন, তেহজিনা এমদাদ নূপুর, সদস্য ড. এ এম তোহা, এলামনাইর সদস্য মোশাররফ হোসেন ও এমদাদুল হক সবাইকে শুভেচ্ছা জানান। অধ্যাপক সোহেল চৌধুরীর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস উঠে আসে।

সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন শাওনের অসাধারণ উপস্থাপনা এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হাসানের অনবদ্য সুরের মূর্ছনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বের সূচনা হয় বাংলাদেশে নৃত্যে স্বর্ণ পদক প্রাপ্ত তাপস দেব ও তার দলের গীতি-নৃত্যের মাধ্যমে। নৃত্যের তালে তালে মৃদঙ্গ ও মাদলের ছন্দে আনন্দ ধারা ছড়িয়ে দেন। চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান ‘ওরে সাম্পান ওয়ালা’ গানের সুরে নৃত্য ছিল মনোমুগ্ধকর। এরপর বিশিষ্ট সঙ্গীত শিল্পী নন্দিতা মজুমদারের গান পরিবেশনের মাধ্যমে মিলনায়তনের সকল শ্রোতার মন ছুঁয়ে যায়। সহ-সভাপতি হাবিব রহমান ও সদস্যা নুরুন নাহারের দ্বৈত সঙ্গীত, তরুণ প্রজন্মের নাবিল, বুনন ও শিল্পী মারুফ গানও সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানের ব্যতিক্রম ছিল সংগঠনের সহ সভাপতি তানভী হক রচিত, পরিচালিত ও অভিনীত নাটিকা “আলাপন”। অভিনয়ে আরও ছিলেন সাজ্জাদ হোসেন, মাহফুজ আরা ও শামীমা আক্তার। কবিতা আবৃত্তি করেন ডঃ হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদিকা মাহফুজা আরা সোবহান ও যুক্তরাষ্ট্র থেকে আগত এলামনাইর বাতেন।

সফল এ আয়োজন সম্পন্নে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদকদ্বয় মোঃ সেলিম ভূঁইয়া, আ ম ম সামসাদ, কোষাধক্ষ্য শেখ জসিম উদ্দিন, জনসংযোগ সম্পাদিকা ফরিদুন্নেছা চৌধুরী, অভিবাসন ও সেটেলমেন্ট বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, আপ্যায়ন সম্পাদক শোয়েব খান, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান চৌধুরী, সদস্যবৃন্দ সোহরাব হোসেন খান, আব্দুল এস বি হামিদ, মুশফিকুর আকন্দ, মাসুদ হোসেন, নেছার আহমেদ ও ওয়াহিদ মুরদ অপু। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.