মঙ্গলবার, মে ১৪, ২০২৪
17.6 C
Toronto

Latest Posts

আর্ল বার্নসের নামে কানাডিয়ান ভেটেরানদের মানসিক স্বাস্থ্য অ্যাপ

- Advertisement -
বার্নস ওয়ে চ্যাট অ্যাপটি ভেটেরানরা তৎক্ষণাৎ প্রশিক্ষিত সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। বিশেষ করে গ্রামাঞ্চলে বা বিচ্ছিন্ন এলাকায় বসবাসকারীদের সেবাপ্রাপ্তি অপ্রতুল হলে

জীবনের শেষ দিন পর্যন্ত জেমস স্মিথ ক্রি নেশনের সাস্কেচুয়ান কমিউনিটি ও তার পরিবারকে রক্ষার চেষ্টা করে গেছেন কানাডিয়ান সামরিক বাহিনীর ভেটেরান আর্ল বার্নস। তার সম্মানেই একটি অলাভজনক অ্যাপের নামকরণ করা হয়েছে। বার্নস ওয়ে চ্যাট অ্যাপটি ভেটেরানরা তৎক্ষণাৎ প্রশিক্ষিত সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। বিশেষ করে গ্রামাঞ্চলে বা বিচ্ছিন্ন এলাকায় বসবাসকারীদের সেবাপ্রাপ্তি অপ্রতুল হলে।

ট্রাইসাইকেল ডেটা সিস্টেমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ম্যাকবেথ বলেন, বার্নস ওয়ের সবকিছুই একজন মানুষের আরেকজনকে সহায়তার জন্য। সেই সঙ্গে যোগাযোগের ধারণাকে সহজ করা।
তিনি বলেন, বার্নস একজন ভেটেরান এটা তিনি তার দল যখন জানতে পারে তখনই তার নামে অ্যাপটির নামকরণ হতে পারে বলে সিদ্ধান্তে পৌঁছায়।

- Advertisement -

২০২২ সালের সেপ্টেম্বরে তার সাবেক জামাতা জেমস ক্রি নেশন ও পাশর্^বর্তী ওয়েলডন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ছুরিকাঘাত করলে যে ১১ জন নিহত বার্নস তাদের অন্যতম। ওই ঘটনায় আরও ১৭ জন আহত হন। ৬৬ বছর বয়সী বার্নস স্ত্রীসহ তার বাড়িতেই ছুরিকাহত হন। হামলাকারী যখন পালিয়ে যাচ্ছিলেন তখন স্কুল বাসে করে বার্নস তার পিছু নেন। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

ম্যাকবেথ বলেন, শিশুরাও ওই সময় বাড়িতে ছিল এবং তিনি তাদেরকে রক্ষা করেন। আর্ল বার্নস তার নিজের দরজার সামনে দাঁড়িয়ে যান এবং নিজের জীবন দিয়ে তাদেরকে রক্ষা করেন।

বার্নস প্রিন্সেস প্যাট্রিসিয়ার কানাডিয়ান লাইন ইনফ্যান্ট্রিতে কর্মরত ছিলেন। সেনবাহিনী ছেড়ে আসার পর তিনি পিতা ও প্রপিতামহ হন। তিনি নিজে তার স্কুল বাস কেনেন এবং প্রতিদিন শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দিতেন।
বার্নসের পরিবার বিশেষ করে ওই হামলা থেকে বেঁচে যাওয়া তার স্ত্রী জয়েস বার্নস অ্যাপটিতে তার নাম ব্যবহারের অনুমতি দিয়েছেন।

২০২৪ সালে অ্যাপটি চালু হবে এবং এটি ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ ও ১০টি আদিবাসী ভাষায় পাওয়া যাবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.