রবিবার, মে ১৯, ২০২৪
19.9 C
Toronto

Latest Posts

নতুন উপন্যাসের জমজমাট পাঠ-উন্মোচন

- Advertisement -

MAIL

গত ৪ মে, টরন্টোর স্কারবোরো এলাকার হেরন পার্ক কমিউনিটি সেন্টারে তিন ঘন্টারও অধিক সময় ধরে জাঁকজমকভাবে সম্পন্ন হলো জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিনের নতুন উপন্যাস ‘হাউজ হাজব্যান্ড’ এর পাঠ-উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮৬ বছর বয়সী প্রবীণ লেখক শ্রদ্ধাভাজন ড. দিলীপ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন কানাডার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনআরবি-র কর্ণধার এবং কানাডার সবচেয়ে বেশি পঠিত সংবাদপত্র ‘সাপ্তাহিক বাংলামেইল’-এর সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানে দুই বিশেষ অতিথি ছিলেন গবেষক ও সাহিত্যসমালোচক সুজিত কুসুম পাল এবং টরেন্টোর জনপ্রিয় সাহিত্য সংগঠক, বিশিষ্ট লেখক, কানাডীয় বাংলাদেশি লেখকদের সমন্বয়ক, বাংলা সাহিত্য নিয়ে প্রথম ওয়েবসাইটের উদ্যোক্তা সুব্রত কুমার দাস।

- Advertisement -

টরন্টোর বাঙালি সমাজের জনপ্রিয় উপস্থাপিকা লেখিকা তাসমিনা খানের চমৎকার উপস্থাপনায় শুরুতে লেখক জাকারিয়া বিষয়ে আলোকপাত করেন আরেক জনপ্রিয় উপস্থাপিকা ও লেখক সামিনা নাসরিন চৌধুরী।

এরপর ক্রমে ক্রমে শুভেচ্ছা বক্তব্য দেন লেখকের জ্যেষ্ঠ সন্তান রেজওয়ান ময়ীন অর্ণব, কানাডায় বসবাসরত প্রবীণ কৃষিবিদ ড. মাহবুব রেজা, পরবাসী ব্লগের প্রধান অ্যাডমিন হাফিজুর রহমান। কবি চয়ন দাস জাকারিয়ার হাউজ হাজব্যান্ড উপন্যাস থেকে উদ্ধৃতি দিয়ে জাকারিয়ার এই বইয়ের উল্লেখ্যযোগ্য বিষয় আলোকপাত কররেন। সিটি অফ টরেন্টোতে কর্মরত আরেক জনপ্রিয় কবি ড. জান্নাতুল নাইম জাকারিয়ার এই উপন্যাসের কিছু আকর্ষণীয় অংশ পাঠ করে দর্শকদের সামনে জাকারিয়ার লেখার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কানাডার সফল কৃষিবিদ, Agri-Food Canada -র কর্ণধার ইকবাল হোসেন দর্শকদের মধ্য থেকে তিনজন দম্পতিকে এক আনন্দঘন পরিবেশে কৌতুকপূর্ণ প্রশ্নাবলী শেষে তাঁর পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানের আনন্দের মাত্রাকে আরো বাড়িয়ে দেয়ার লক্ষে কৃষিবিদ ইকবাল সেরা সাজে সজ্জিত হওয়ার জন্য ঈশিতা শারমিন এবং সজল দম্পতির কন্যা অঙ্কিতাকে সেরা ঘোষণা করে পুরস্কৃত করেন।

স্থানীয় শিল্পী সুনীতি, মহসিন, ফরিদ আহম্মেদ এবং রোকসানা পারভীন লাভলীর সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশনা ছিল অনেক অনেক উপভোগ্য। বিশেষ করে, দলগত সংগীত ‘আগে কি সুন্দরও দিন কাটাইতাম’ তাল মিলিয়ে নেচে নেচে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করেন। লেখক ননী গোপাল দেবনাথ, লেখক নজরুল ইসলাম এবং লেখক সমাজের আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত থেকে জাকারিয়ার লেখালেখিকে উৎসাহ প্রদান করেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.