সোমবার, মে ১৩, ২০২৪
18.6 C
Toronto

Latest Posts

ফার্স্ট নেশন্স চাইল্ড ওয়েলফেয়ার নিয়ে ৫৫ মিলিয়ন ডলারের আইনি ফি চূড়ান্ত

- Advertisement -
প্রস্তাবিত চুক্তিতে অর্থের যে পরিমাণের কথা বলা হয়েছে তাকে যৌক্তিক বলে জানিয়েছে ইন্ডিজিনাস সার্ভিসেস কানাডা

ফার্স্ট নেশন্স চাইল্ড ওয়েলফেয়ার নিয়ে ৫ কোটি ৫০ লাখ ডলারের আইনি ফি সংক্রান্ত ঐকমত্যে পৌঁছেছে ফেডারেল সরকার ও ক্লাস অ্যাকশন আইনজীবীরা। তিন লাখ ফার্স্ট নেশন শিশু ও তাদের পরিবারকে ক্ষতিপূরণের জন্য ফেডারেল আদালত গত মাসে ঐতিহাসিক ২ হাজার ৩০০ কোটি ডলারের সমঝোতা অনুমোদন করে। নন-রিজার্ভ শিশু কল্যাণ সেবায় অপর্যাপ্ত তহবিলের কারণে এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাদের।

ফেডারেল সরকারের সঙ্গে কয়েক বছর ধরে আইনি লড়াই চলার পর ক্লাস অ্যাকশন মামলা মীমাংসার দিকে পৌঁছায়। ২০১৬ সালে কানাডিয়ান হিউম্যান রাইটস ট্রাইব্যুনাল অপর্যাপ্ত অর্থায়নকে বৈষম্যমূলক উল্লেখ করে যে রায় দেয় এবং প্রত্যেক ব্যক্তিকে ৪০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে রুলিং দেয় তা-ও অন্তর্ভুক্ত করা হয় মামলায়।

- Advertisement -

আইনি ফি নিয়ে যে ঐকমত্য হয়েছে ফেডারেল আদালত এখনো তা অনুমোদন করেনি। ঐকমত্যের ফলে পাঁচটি আইনি প্রতিষ্ঠান ৫ কোটি ডলার পাবে। ৫০ লাখ ডলার দেওয়া হবে বন্দোবস্ত বাস্তবায়নে চলমান কাজ বাবদ। তবে এই অর্থ ক্ষতিপূরণের জন্য বরাদ্দকৃত তহবিল থেকে আসবে না।

ক্লাস অ্যাকশন মামলায় সম্পৃক্ত আইনজীবীরা প্রথমদিকে এই যুক্তি তুলেছিলেন যে, ফেডারেল সরকারের এ বাবদ ৮ কোটি ডলার দেওয়া উচিত। তবে অটোয়া একে অত্যধিক বেশি বলে যুক্তি তুলে ধরে।

প্রস্তাবিত চুক্তিতে অর্থের যে পরিমাণের কথা বলা হয়েছে তাকে যৌক্তিক বলে জানিয়েছে ইন্ডিজিনাস সার্ভিসেস কানাডা। একই সঙ্গে এর আগে ক্লাস অ্যাকশন মামলা বাবদ যে আইনি ফি পরিশোধ করা হয়েছে তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ বলেও মত দিয়েছে তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.