মঙ্গলবার, মে ১৪, ২০২৪
13.9 C
Toronto

Latest Posts

ইয়র্ক রিজিয়ন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের নেটওয়ার্কে সাইবার হামলা

- Advertisement -
সাইবার হামলায় ইয়র্ক রিজিয়ন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের নেটওয়ার্ক ৮ নভেম্বর গোড়ার দিকে অফলাইনে চলে যায়

সাইবার হামলায় ইয়র্ক রিজিয়ন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের নেটওয়ার্ক ৮ নভেম্বর গোড়ার দিকে অফলাইনে চলে যায়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার ব্যাপকতা বিশ্লেষণে তৃতীয় পক্ষের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে বোর্ড। এই বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে আইনি ও কারিগরী বিশেষজ্ঞ। এ ছাড়া সেবাটিও ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছে তারা।

- Advertisement -

স্কুল বোর্ডের ওয়েবসাইটে পোস্ট করা এক নোটিশে দেখা যায়, এর ওয়াই-ফাই, ইমেইল এবং ফোন সিস্টেম কাজ করছে না।

বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, ঘটনাটি জানার পরপরই প্রশমন ব্যবস্থা গ্রহণ করে তারা। তবে কোনো উপাত্ত বেহাত হলে তা ঠিক কী সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে জরুরি ফোনলাইন এখনো কাজ করছে। যদিও সাড়া দেওয়ার সময় কিছুটা বিলম্বিত হয়ে থাকতে পারে।

সম্ভাব্য এই সাইবার হামলার উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে বোর্ড।

গত কয়েক সপ্তাহে অন্টারিওর যেসব সরকারি ইনস্টিটিউট সাইবার হামলার শিকার হয়েছে ইয়র্ক রিজিয়ন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড তার মধ্যে সর্বশেষ। টরন্টোর মাইকেল গ্যারন হসপিটালের কর্মকর্তারা গত ৮ নভেম্বর বলেছেন, অক্টোবরের সাইবার হামলায় কর্মী ও চিকিৎসকদের ব্যক্তিগত তথ্য চুরি গেছে। তার আগে ২৩ অক্টোবর দক্ষিণ অন্টারিওর বেশ কিছু হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। এরপর বেশ কিছু উপাত্ত ডার্ক ওয়েবে প্রকাশও করা হয়। কয়েকদিন আগে টরন্টো পাবলিক লাইব্রেরিতে র‌্যানসামওয়্যার হামলা চালানো হয় এবং ১০ দিন সিস্টেম অচল থাকে। হামলার ফলে সংবেদনশীল উপাত্ত উন্মুক্ত হয়ে থাকতে পারে বলে লাইব্রেরির পক্ষ থেকে জানানো হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.