মঙ্গলবার, মে ১৪, ২০২৪
19.7 C
Toronto

Latest Posts

উপাত্ত উন্মুক্ত হওয়ার কথা জানাল টরন্টো পাবলিক লাইব্রেরি

- Advertisement -
র‌্যানসামওয়্যার হামলায় সংবেদনশীল কিছু উপাত্ত খোয়া যেতে পারে বলে নিশ্চিত করেছে টরন্টো পাবলিক লাইব্রেরি

সাম্প্রতিক র‌্যানসামওয়্যার হামলায় সংবেদনশীল কিছু উপাত্ত খোয়া যেতে পারে বলে নিশ্চিত করেছে টরন্টো পাবলিক লাইব্রেরি। ওই হামলার ফলে লাইব্রেরির শাখাগুলোর ওয়েবসাইট ও রেজিস্ট্রেশন সিস্টেমের পাশাপাশি পাবলিক কম্পিউটার ও প্রিন্টারের কাজ সাময়িক বন্ধ হয়ে যায়।

১০ নভেম্বর এক বিবৃতিতে লাইব্রেরি ব্যবস্থার প্রতিনিধিরা বলেন, সিস্টেম যে র‌্যানসামওয়্যার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল টরন্টো পুলিশ সার্ভিস ও তৃতীয় পক্ষের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অংশীদারিত্বে সেটা শনাক্ত করতে পেরেছে তারা। হামলার সময় সংবেদনশীল কিছু উপাত্ত উন্মুক্ত হয়ে পড়তে পারে বলেও তারা শনাক্ত করেছে। তবে কী পরিমাণ উপাত্ত উন্মুক্ত হয়েছে ও কারা এর শিকার হয়েছে তা জানতে আরও তদন্তের প্রয়োজন রয়েছে।

- Advertisement -

বিবৃতিতে জানানো হয়েছে, লাইব্রেরির পক্ষ থেকে আগে কর্মী ও গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল।

উপাত্ত বেহাতের সম্ভাবনা মূল্যায়নে লাইব্রেরি পরামর্শকদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত শেষ করতে কিছুটা সময় লাগবে বলে আমরা মনে করছি। আমরা আপনাদের ধৈর্য্য ও সমর্থনের প্রশংসা করছি। আমরা স্বচ্ছতা বজায় রাখব এবং জানামাত্রই বিস্তারিত আপনাদের জানিয়ে দেব।
লাইব্রেরি সিস্টেম কবে নাগাদ পুনরায় চালু হবে সেটা এখনো স্পষ্ট নয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.