শনিবার, মে ১১, ২০২৪
12.2 C
Toronto

Latest Posts

এমপিপি মান্থাকে স্থায়ীভাবে বহিস্কার

- Advertisement -
অন্টারিওর এমপিপি মাইকেল মান্থাকে এনডিপি ককাস থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে

অন্টারিওর এমপিপি মাইকেল মান্থাকে এনডিপি ককাস থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। এ বছরের গোড়ার দিকে কর্মক্ষেত্রে তার বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

অভিযোগ সামনে আসার পর আলগোমা-মানিটুলিন থেকে নির্বাচিত প্রতিনিধি মাইকেল মান্থাকে গত এপ্রিলে অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির ককাস থেকে বের করে দেওয়া হয়। মঙ্গলবার এক বিবৃতিতে এনডিপি বলেছে, তৃতীয় পক্ষের এক তদন্তকারীর মাধ্যমে অভিযোগ তদন্তক করা হয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের বেশ কিছুর সত্যতা প্রমাণিত হয়েছে।

- Advertisement -

বিবৃতিতে বলা হয়েছে, একাধিক সাক্ষীর সঙ্গে কথা বলে তদন্তকারী এই তথ্য জানতে পেরেছেন। এমনকি এমপিপি মান্থার পরিচিতজনদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। সেই সঙ্গে ভিডিওসহ অন্যান্য নথিও প্রমাণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।
অভিযোগের সুনির্দিষ্ট ধরনের বিষয়টি প্রকাশ্যে উল্লেখ করা হয়নি। তবে এনডিপির পক্ষ থেকে বলা হয়েছে, এটা এমন ধরনের আচরণ, যা পার্টির কর্মক্ষেত্রে হয়রানীর নীতির লঙ্ঘন।

এনডিপি বলেছে, মান্থা শুরুর দিকে তদন্তে সহযোগিতা করলেও পরের দিকে সাক্ষাৎকারে ব্যক্তিগতভাবে অংশ নিতে অস্বীকৃতি জানান এবং তদন্তকারীর অনুরোধ সত্ত্বেও তাকে কোনো ধরনের নথি সরবরাহ করেননি।

অন্টারিও এনডিপির নেতা মারিট স্টাইলস এক বিবৃতিতে বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের সর্বোচ্চ মানদ- মেনে চলা উচিত। নেতা হিসেবে আমি নিরাপদ ও সম্মানজনক কর্মক্ষেত্রের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। তৃতীয় পক্ষের ও নিরপেক্ষ তদন্ত শেষ হয়েছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই সদস্য আর এনডিপি ককাসে ফিরতে পারবেন না।

মান্থা প্রথম নির্বাচিত হন উত্তর অন্টারিও থেকে ২০১১ সালে। এপ্রিলে তাকে এনডিপি ককাস থেকে বহিস্কারের পর থেকে তিনি স্বতন্ত্র এমপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.