শুক্রবার, মে ৩, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

জীবন বাঁচাতে আইফোনের ফিচার

- Advertisement -

 

২১ বছর বয়সী হ্যাল্টিনের এক নারীর বাবা-মা মনে করেন তার আইফোনে ফিচারটি না থাকলে ভয়াবহ দুর্ঘটনা থেকে তার বেঁচে ফেরা সম্ভব হতো না

২১ বছর বয়সী হ্যাল্টিনের এক নারীর বাবা-মা মনে করেন তার আইফোনে ফিচারটি না থাকলে ভয়াবহ দুর্ঘটনা থেকে তার বেঁচে ফেরা সম্ভব হতো না। হানাহ রাল্ফ গত ৫ আগস্ট অন্টারিওর ফ্লেশারটনের কাছে একটি গ্রামীণ সড়ক দিয়ে একা একা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎই অজানা কারণে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় তার গাড়িটি।

- Advertisement -

রাল্ফের মা-বাবা ক্যারোলাইন ও মাইক বলেন, তার অবস্থানের কারণেই কয়েক ঘণ্টা সে নিখোঁজ থাকতে পারত। কিন্তু তার ফোনে থাকা ক্র্যাশ ডিটেকশন প্রোগ্রামের কারণে জরুরি সেবা প্রদানকারীদের কাছে দ্রুতই দুর্ঘটনার খবর পৌঁছে যায়। এই প্রোগ্রামটি তার জরুরি নম্বরগুলোতে সতর্কতা পাঠায়। সেই সঙ্গে কাছাকাছি থাকা রেসপন্ডারেরও কাছেও বার্তা পৌঁছে যায়। দ্রুত তারা তাকে খুঁজে পাওয়ায় আমরা অবাক হয়েছি। তা না হলে তাকে বাঁচানো যেতো না।

রাল্ফ গুরুতর আহত হন এবং গাড়িটি সরিয়ে তাকে বের করে আনতে হয়। এরপর দ্রুত তাকে একটি হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। তারা বাবা-মা বলেন, তার শ^াস নেওয়ার নলটি সরিয়ে নেওয়া হয়েছে এবং সে সেরে উঠছে।

রাল্ফের জীবনরক্ষায় আইফোনের ফিচারকে সব কৃতিত্ব দিয়েছেন তার বাবা-মা। অ্যাপলের আইফোন ১৪ লাইনআপে গত বছর নতুন ফিচার হিসেবে ক্র্যাশ ডিটেকশন যুক্ত করা হয়। অ্যাপল সিরিজ ৮, দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ এসই এবং অ্যাপল ওয়াচ আল্ট্রাতেও ফিচারটি সন্নিবেশিত করা হয়েছে।

অ্যাপলের তথ্য অনুযায়ী, ফিচারটি ফোন ও ঘড়ির একাধিক সেন্সর ব্যবহার করে থাকে, যাতে করে ব্যবহারকারী দুর্ঘটনায় পড়লে তা শনাক্ত করা যায়। ব্যবহারকারী অচেতন অবস্থায় থাকলে ডিভাইস দ্রুত সেই সংকেত ফার্স্ট রেসপন্ডার ও তাদের জরুরি নম্বরগুলোতে পাঠিয়ে দেয়।
এদিকে রাল্ফের সুস্থতায় সহায়তার জন্য গোফান্ডমি পেজ খোলা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.