শুক্রবার, মে ৩, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

টরন্টোতে ওসমানী মেমোরিয়াল কাপ ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসর অনুষ্ঠিত

- Advertisement -
গত ১৩ জুলাই রবিবার টরন্টোর করভেট পার্ক মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ওসমানী মেমোরিয়াল কাপ ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসর

গত ১৩ জুলাই রবিবার টরন্টোর করভেট পার্ক মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ওসমানী মেমোরিয়াল কাপ ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসর। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো আয়োজিত এই টুর্নামেন্টে এবার টরন্টোর বাংলাদেশী কমিউনিটি থেকে সর্বমোট ১৬ টি দল অংশ নেয়। সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত করভেট পার্কের তিনটি মাঠে অনুষ্ঠিত হয় মোট ১৯ টি ম্যাচ। ১৬ টি দলের ক্রিকেটার, টীম ম্যানেজমেন্ট এবং সর্বস্তরের ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণে সারা দিন ধরেই মাঠে ছিল উৎসবের আমেজ।

ফাইন্যাল ম্যাচে সোলজারসকে ৩৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ভাইকিংস। চট্টগ্রাম ভাইকিংসের নাহিদ ইমরান রুবেলের বিধ্বংসী ব্যাটিং (১৯ বলে ৬০ রান) এবং ফয়সাল নুরের দুর্দান্ত বোলিং ( ১৩ রানে ২ উইকেট) এই জয়ে মুখ্য ভূমিকা রাখে। এই বোলিং পারফরমেন্সের জন্য ফয়সাল নুর ম্যান অফ দ্যা ফাইনালের পুরষ্কার লাভ করেন। এডজুডিকেটরদের বিচারে সোলজারসের মোহাম্মদ নাঈম (১৮১ রান) টুর্ণামেন্টের সেরা ব্যাটসম্যান এবং ওকরিজ ক্রিকেট ক্লাবের মেহেদী হাসান (৮ উইকেট) টুর্ণামেন্টের সেরা বোলার নির্বাচিত হন। স্বাধীন ক্রিকেট ক্লাব ফেয়ার প্লে ট্রফির জন্য নির্বাচিত হয়। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ব্যারিস্টার রিজুয়ান রহমান, রয়াল স্পন্সর হিশাম চিশতী, ব্যারিস্টার আরিফ হুসেইন এবং সম্মানিত অতিথি স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনের এমপিপি ডলি বেগম চ্যাম্পিয়ন ও রানার্স আপ টীমের হাতে প্রাইজ মানি, ট্রফি এবং মেডেল তুলে দেন।

- Advertisement -

টুর্ণামেন্টের গোল্ড স্পন্সর কাজী শিহাব আর.সি.আই.সি, শাহনাজ পারভীন আর.সি.আই.সি, বিবেক সেন (রাজীব) এবং এজাজ চৌধুরী আর.সি.আই.সি নির্বাচিতদের হাতে ফেয়ার প্লে ট্রফি, ম্যান অফ দ্যা ফাইন্যাল, ব্যাটসম্যান অফ দ্যা টুর্ণামেন্ট এবং বোলার অফ দ্যা টুর্ণামেন্টের ট্রফি তুলে দেন। পুরষ্কার বিতরণী অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সম্মানিত সাবেক সভাপতি রেশাদ চৌধুরী, আহাদ খন্দকার, ছাদ ছৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সুদীপ সোম, সাবেক নির্বাহী সহ-সভাপতি ফয়জুল চৌধুরী, বর্তমান কার্যকরী ও উপদেষ্টা কমিটির পক্ষ থেকে মকবুল হোসেন (নির্বাহী সহ-সভাপতি), হোসেইন আহমেদ ( সহ-সভাপতি), আসজাদ বখত চৌধুরী ( সহ-সভাপতি), ফারুক আহমেদ ( অর্থ সম্পাদক), মঈন চৌধুরী (উপদেষ্টা) ,রাফে চৌধুরী (উপদেষ্টা), মনসুর আহমেদ ( সহ-সাংগঠনিক সম্পাদক)। পুরষ্কার বিতরণী আনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী (রনি), সাধারণ সম্পাদক মেহেদী মারুফ, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ এবং সহ-ক্রীড়া সম্পাদক নাহিদ আহমেদ।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে টুর্নামেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন জুয়েল আহমেদ (ক্রীড়া সম্পাদক), নাহিদ আহমেদ (সহ-ক্রীড়া সম্পাদক), মেহেদী মারুফ (সাধারণ সম্পাদক), আবু জহির শাকিব (সহ-সাধারণ সম্পাদক), আহমেদ জয় ( কার্যকরী সদস্য), এজাজ চৌধুরী (সহ-সাধারণ সম্পাদক), মেহেদী চৌধুরী ( কার্যকরী সদস্য), হাবিবুর রহমান চৌধুরী ( ধর্ম-সম্পাদক), হাসান তারেক ইমাম ( প্রচার সম্পাদক), সন্জীব রায় ( সহ-প্রচার সম্পাদক), ইলিয়াছ খান ( কার্যকরী সদস্য) এবং নাঈম চৌধুরী ( সহ-সাংস্কৃতিক সম্পাদক)। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে চ্যাম্পিয়ন চট্টগ্রাম ভাইকিংসকে অভিনন্দন। টুর্ণামেন্ট সফলভাবে অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করার জন্য অংশগ্রহণকারী প্রতিটি টীমের খেলোয়ার এবং ম্যানেজমেন্টকে আন্তরিক ধন্যবাদ। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.