২৪ প্যাক বিয়ারের জন্য কানাডিয়ানদের শিগগিরই প্রায় এক-চতুর্থাংশ বেশি ব্যয় করতে হবে
২৪ প্যাক বিয়ারের জন্য কানাডিয়ানদের শিগগিরই প্রায় এক-চতুর্থাংশ বেশি ব্যয় করতে হবে। অ্যালকোহলের ওপর ইতিহাসের সর্বোচ্চ কর আরোপের কারণে এই বাড়তি ব্যয় করতে হবে তাদের।
পূর্বঘোষণা না এলে ১ এপ্রিল থেকে অ্যালকোহলের ওপর কর বাড়বে ৬ দশমিক ৪ শতাংশ। এমনটাই জানিয়েছেন ডালহৌসি ইউনিভার্সিটির ফুড ডিস্ট্রিবিউশনের অধ্যাপক সিলভেইন শার্লেবোয়িস। গ্লোবাল নিউজকে তিনি বলেন, ২০১৭ সালে যখন এই কর চালু করা হয় তখন লক্ষ্য ছিল আলোচনা ছাড়াই মূল্যস্ফীতির হার অনুযায়ী এটি স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে মূল্যস্ফীতির যে হার সে অনুযায়ী অ্যালকোহলের ওপর কর ইতিহাসে সর্বোচ্চ বাড়তে যাচ্ছে। গত বছর অ্যালকোহলের ওপর কর বেড়েছিল ২ দশমিক ৪ শতাংশ।
এর ফলে সিঙ্গেল বিয়ারের দাম এক সেন্ট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন শার্লেবোয়িস। তবে অর্থ মন্ত্রণালয় গ্লোবাল নিউজকে পাঠানো এক বিবৃতিতে বলেছে, এক সেন্টের তিন-চতুর্থাংশ বাড়বে। ১ এপ্রিল বর্ধিত কর কার্যকর হওয়ামাত্রই অ্যালকোহলের মূল্য বৃদ্ধি দৃশ্যমান হবে।
বিয়ার কানাডা এক বিবৃতিতে বলেছে, কর বৃদ্ধির পর ১২ প্যাকের দাম বাড়বে ১০ সেন্ট। কানাডা রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ৭৫০ মিলিলিটারের এক বোতল ওয়াইনের দাম বাড়বে প্রায় তিন সেন্ট।
লিকার কন্ট্রোল বোর্ড অব অন্টারিও (এলসিবিও) কানাডিয়ান প্রেসকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ৪০ শতাংশ অ্যালকোহল মিশ্রিত ৭৫০ মিলিলিটারের এক বোতল স্পিরিটের দাম বাড়তে পারে ৭০ সেন্ট। তবে ক্র্যাফট বিয়ারের দামে কর বৃদ্ধির প্রভাব খুব কমই পড়বে বলে জানান শার্লেবোয়িস। কারণ, এটি কম পরিমাণের কিন্তু উচ্চ মূল্যের। তবে এর ফলে বৃহৎ উৎপাদকরা নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হবে।
লবিস্টরা বিরোধিতা করায় বর্ধিত কর প্রত্যাহারের এখনো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিলভেইন।