রবিবার, মে ৫, ২০২৪
12.6 C
Toronto

Latest Posts

সাইডওয়াক প্লাউ নিয়ে স্কারবোরোর এক বাড়ি মালিকের ক্ষোভ

- Advertisement -
শীতে সাইডওয়াক প্লাউয়ের কারণে একাধিকবার তার বাড়ির আঙিনার সৌন্দর্য নষ্ট হওয়া ক্ষোভ প্রকাশ করেছেন স্কারবোরোর এক বাড়ির মালিক

শীতে সাইডওয়াক প্লাউয়ের কারণে একাধিকবার তার বাড়ির আঙিনার সৌন্দর্য নষ্ট হওয়া ক্ষোভ প্রকাশ করেছেন স্কারবোরোর এক বাড়ির মালিক। পেনাহেরেরা গুইডো নামের ওই বাড়িমালিক ভিক্টোরিয়া পার্ক ও লরেন্স অ্যাভিনিউ এলাকায় ইনিসউড ড্রাইভে বাস করেন।

তিনি বলেন, সিটি কর্তৃপক্ষের ভাড়া করা সাইডওয়াক প্লাউ অন্তত তিন দফা বাড়ির আঙিনার ঘাসগুলো নষ্ট করে দিয়েছে। সেই সঙ্গে তার বাড়ি বরাবর ব্লকগুলোরও ক্ষতি করেছে। এই ক্ষতি থামাতে সম্ভাব্য সবকিছু আমি করেছি। সাইডওয়াকের তুষার আমি নিজে পরিস্কার করেছি। কিন্তু এ ঘরনের ঘটনা বারবারই ঘটছে। প্রকৃত ক্ষতি কী পরিমাণ হয়েছে বরফ গলার পরই তা পরিস্কার হবে কেবল। এর আগে এ ধরনের ঘটনা কখনোই ঘটেনি। এটা সত্যিই হতাশাজনক।

- Advertisement -

ইনিসউড ড্রাইভে এক দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন গুইডো। সিপি২৪কে তিনি বলেন, গত শীতে সাইডওয়াক প্লাউয়ের ঘাস কেটে ফেলা বা অন্যান্য ক্ষতি সংক্রান্ত কোনো ধরনের সমস্যা ছিল না। কিন্তু সিটি কর্তৃপক্ষ তুষার সরানোর জন্য গত বছর নতুন টিকাদার নিয়োগ দেওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়েছে। মনে হচ্ছে সাইডওয়াক প্লাই তার সামনে যা কিছু পাচ্ছে তাই ভেঙেচুরে নিয়ে যাচ্ছে। এতে তিনি ও তার প্রতিবেশীরা খুবই হতাশ। আমি বারবার ৩১১ এ ফোন করেছি। কিন্তু দুই সপ্তাহের আগে কোনো ধরনের সাড়া ওপাওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

গুইডো বলেন, আমি চাইবো এ ধরনের ক্ষতি যেনো ভবিষ্যতে আর না হয়। এটার যদি একটা মীমাংসা না হয় তাহলে আগামী বছরও কেউ একজন এসে একই কাজ করবে। এটা আমি মেনে নিতে পারবো না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.